৬টি তাজা প্রাণের দায়ভার কে নেবে?

সংগৃহীত ছবি

৬টি তাজা প্রাণের দায়ভার কে নেবে?

অনলাইন ডেস্ক

কোটা সংস্কারের দাবিতে গতকাল মঙ্গলবার ছয়জনের প্রাণ গেছে। এছাড়া পুলিশ ও ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষে আহত হয়েছে আরও শতাধিক আন্দোলনকারী। ছাত্রলীগের হামলার ছবি, ভিডিও সোশ্যাল মিডিয়ায় বের হতেই বইছে নিন্দার ঝড়।

হামলাকারীদের শাস্তিসহ শিক্ষার্থীদের নিরাপত্তার দাবি জানিয়েছেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

তাদের মধ্যে একজন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট করে জানতে চেয়েছেন, যে ছয়টি তাজা প্রাণ ঝরে গেল, তার দায়ভার কে নেবে?

নিজের অ্যাকাউন্ট থেকে পোস্ট করে তিনি লিখেছেন, ‘হয়ত দুই একদিনের মধ্যেই সবকিছু ঠিক হয়ে যাবে, হয় দাবি আদায় হবে ,আর নাহয় ভাগ্য খুব খারাপ হলে, হবে না। কিন্তু এই যে ৬টি তাজা প্রাণ। এটার দায়ভার কে বা করা নেবে? আর কি কোনো কিছুর বিনিময়ে তাদের ফিরিয়ে আনা যাবে? আমরা মাঝে মাঝে এত নিষ্ঠুর কেনো হই?’

এর আগে, চলমান কোটা সংস্কার আন্দোলন মঙ্গলবার বেশ সহিংস রূপ নেয়।

বিভিন্ন স্থানে সংঘর্ষে ছয়জন মারা যান। এ অবস্থায় শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় সারা দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং অধিভুক্ত কলেজের শিক্ষা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধের নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। একইসঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ও তাদের সব কলেজ বন্ধ ঘোষণা করেছে।

news24bd.tv/SHS