সেন্টমার্টিনে ট্রলারডুবির ঘটনায় উদ্ধারে গিয়ে ডুবলো স্পিডবোটও

প্রতীকী ছবি

সেন্টমার্টিনে ট্রলারডুবির ঘটনায় উদ্ধারে গিয়ে ডুবলো স্পিডবোটও

অনলাইন ডেস্ক

সেন্টমার্টিনে বুধবার বিকাল তিনটার দিকে শাহপরীর দ্বীপ ও সেন্টমার্টিনের মাঝামাঝি সাগরে 'গরা' নামক এলাকায় ট্রলারডুবির ঘটনা ঘটেছে। ট্রলারে ১৩ জন লোক ছিলেন।

তবে খবর পেয়ে সেন্টমার্টিন থেকে স্থানীয় বাসিন্দারা চারটি স্পিডবোটে করে উদ্ধার অভিযানে নামলে ফেরার পথে পথিমধ্যে উত্তাল ঢেউয়ে উদ্ধারকারী একটি স্পিডবোট ডুবে যায়। ওই স্পিডবোটে ডুবে যাওয়া ট্রলারের এক যাত্রীসহ ছয়জন লোক ছিলেন।

বুধবার রাত আটটার দিকে ডুবে যাওয়া স্পিডবোটের চার ব্যক্তি সাঁতরে শাহপরীর দ্বীপ পশ্চিম সৈকত সাবরাং সৈকতে ওঠেন। রাত সাড়ে দশটায় শেষ খবর পাওয়া পর্যন্ত তিনজন ব্যক্তি নিখোঁজ ছিলেন। তাদের একজন ডুবে যাওয়া ট্রলারের যাত্রী নুর মোহাম্মদ সৈকত, অপর দুইজন স্পিডবোটে উদ্ধারে আসা ফাহাদ এবং ইসমাইল। তারা সেন্টমার্টিন দ্বীপের স্থানীয় বাসিন্দা।

স্পিডবোট থেকে সাঁতরে ফেরা সেন্টমার্টিন ডেইল পাড়ার বাসিন্দা উম্মত আলী বলেন, আমরা চারটি স্পিডবোট নিয়ে সাগরে নেমে ডুবে যাওয়া ট্রলারের ১৩ জনকে জীবিত উদ্ধার করেছিলাম।

তিনি জানান, ডুবে যাওয়া ট্রলারের যাত্রী ইসমাইলকে আমাদের স্পিডবোটে উঠিয়ে চারটি স্পিডবোট দ্বীপের উদ্দেশ্যে রওনা করি। এসময় একটি বড় ঢেউয়ের আছড়ে আমাদের স্পিডবোটটি উল্টে যায়। আমি এবং মানিক সাঁতরে কুলে উঠতে পেরেছি। পরে আরও দুইজন উঠেছেন।

এ বিষয়ে সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, ট্রলার ডুবির খবর পেয়ে স্থানীয় লোকজন আরও কয়েকটি ট্রলার ও স্পিডবোট নিয়ে সাগরে উদ্ধার অভিযানে যায়। প্রায় দুই ঘণ্টার অভিযানে ট্রলারের ১২ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়। পরে উদ্ধার অভিযানে যাওয়া একটি স্পিডবোট ডুবে যায়। ওই স্পিডবোটে ছয়জন লোক ছিল। পরে চারজন সাঁতরে কূলে ওঠেন। রাত সাড়ে দশটা পর্যন্ত সময়ে ডুবে যাওয়া ট্রলারের একজনসহ তিনজন নিখোঁজ ছিলেন।

news24bd.tv/FA