ভারতের বিপক্ষে শ্রীলঙ্কার ওয়ানডে দল ঘোষণা, নেতৃত্বে আসালাঙ্কা

ভারতের বিপক্ষে শ্রীলঙ্কার ওয়ানডে দল ঘোষণা, নেতৃত্বে আসালাঙ্কা

অনলাইন ডেস্ক

ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। চারিথ আসালাঙ্কার নেতৃত্বে ১৬ জনের স্কোয়াড ঘোষণা করা হয়। স্কোয়াডে একমাত্র নবাগত খেলোয়াড় নুয়ান মাদুশকা।

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে স্কোয়াড ঘোষণা করে।

এদিকে আসালাঙ্কা টি-টোয়েন্টির অধিনায়কত্ব পেয়েছিলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা পদত্যাগ করায়। সে হিসেবে ওয়ানডের নেতৃত্ব তার জন্যও হয়তো কিছুটা অপ্রত্যাশিত। তবে সাম্প্রতিক সময়ে শ্রীলঙ্কার সবচেয়ে ধারাবাহিক ব্যাটারদের একজন আসালাঙ্কা। আন্তর্জাতিক ক্যারিয়ারের ৫২ ওয়ানডেতে তিনি ৪৩.৪৯ গড় এবং ৯০ স্ট্রাইকরেটে ব্যাট করেছেন।

চারিথ আসালাঙ্কার নেতৃত্বে শ্রীলঙ্কা দল ভারতের বিপক্ষে ৩ ওয়ানডে খেলবে ২, ৪ ও ৭ আগস্ট। সবকটি ম্যাচ অনুষ্ঠিত হবে কলম্বোর আর প্রেমাদাসা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে।

ভারতের বিপক্ষে শ্রীলঙ্কার ওয়ানডে স্কোয়াড
চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, আভিষ্কা ফার্নান্দো, কুশল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, কামিন্দু মেন্ডিস, জানিথ লিয়ানাগে, নিশান মাদুশকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ওয়েল্লালাগে, চামিকা করুনারত্নে, মাহিশ থিকশানা, আকিলা ধনঞ্জয়া, দিলশান মাদুশঙ্কা, মাথিশা পাথিরানা, আসিথা ফার্নান্দো।

news24bd.tv/কেআই/আইএইচ