ঢাকার কেরানীগঞ্জে রূপালী ব্যাংকে ডাকাতির খবর পেয়ে এলাকাবাসীর সহায়তায় ব্যাংকের শাখাটি ঘিরে রেখেছেন সেনাবাহিনী, পুলিশ ও র্যাবের সদস্যরা। ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের জিনজিরা শাখা জিম্মি করা ৩ ডাকাত আত্মসমর্পণ করেছেন । এসময় তিনটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে সেখান থেকে ৩ জন ডাকাত আত্মসমর্পণ করেছে। সন্ধ্যায় এ তথ্য জানায় দায়িত্বপ্রাপ্ত র্যাব কর্মকর্তা খালিদ হাসান। তিনি বলেন, ব্যাংকে থাকা তিনজন ডাকাত আত্মসমর্পণ করেছে। তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। আরও পড়ুন ব্যাংকে জিম্মি ১২ কর্মকর্তা, সেফ এক্সিট চান ডাকাতরা ১৯ ডিসেম্বর, ২০২৪ র্যাবের পক্ষ থেকে এক বার্তায় জানানো হয়েছে, দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় রুপালি ব্যাংকে ঢুকে ১৫ লাখ টাকা দাবি করা ৩ ডাকাত ৩টি...
কেরানীগঞ্জে ব্যাংক থেকে ৩ ডাকাতের আত্মসমর্পণ
অনলাইন ডেস্ক
ব্যাংকে ডাকাত: সর্বশেষ পরিস্থিতি নিয়ে যা জানালো পুলিশ
নিজস্ব প্রতিবেদক
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার চুনকুটিয়া পাকাপুল এলাকায় অবস্থিত রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় ডাকাতদল ঢুকে পড়েছে। এ ঘটনায় পুলিশ, সেনাবাহিনী, র্যাবসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ব্যাংকটি ঘিরে রেখেছেন এবং অভিযান চালাচ্ছেন। আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে ডাকাতদল ব্যাংক ভবনে প্রবেশ করে এবং কর্মকর্তা-কর্মচারীসহ উপস্থিত সবাইকে জিম্মি করে ফেলে। এ ঘটনার সবশেষ পরিস্থিতি সম্পর্কে গণমাধ্যমকে কিছুক্ষণ আগে দক্ষিণ কেরাণীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেছেন, দক্ষিণ কেরানীগঞ্জ রুপালী ব্যাংক শাখা জিম্মি করে রাখা ডাকাতদের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর আলোচনা চলছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়া শান্তিপূর্ণ প্রক্রিয়ায় তাদের আত্মসমর্পণ করানোর চেষ্টা চলছে। ঢাকা রেঞ্জের ডিআইজি আওলাদ হোসেন বলেছেন, কেরানীগঞ্জের রুপালী...
ব্যাংকে জিম্মি ১২ কর্মকর্তা, সেফ এক্সিট চান ডাকাতরা
অনলাইন ডেস্ক
ঢাকার কেরানীগঞ্জে রূপালী ব্যাংকে ডাকাতির খবর পেয়ে এলাকাবাসীর সহায়তায় ব্যাংকের শাখাটি ঘিরে রেখেছেন সেনাবাহিনী, পুলিশ ও র্যাবের সদস্যরা। ব্যাংকের ভেতরে থাকা ডাকাতদলের সদস্যদের আত্মসমর্পণ করানোর চেষ্টা চলছে। অন্যদিকে দুজন অস্ত্রধারী ১২ ব্যাংক কর্মকর্তাকে জিম্মি করে রেখেছেন। সেখানে কয়েকজন গ্রাহকও রয়েছেন। এখন দুই ডাকাত সেফ এক্সিট চাইছেন। ব্যাংকটির প্রধান কার্যালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ের ওই কর্মকর্তা জানান, আমরা ব্যাংকে আটকে পড়া কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। তারা আমাদের জানিয়েছেন কোনো ক্ষয়ক্ষতি হয়নি, টাকা লোপাট হয়নি। তবে বাইরে সাধারণত জনতা, পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যদের উপস্থিতির কারণে ডাকাতরা ভয়ে আছে। আমাদের ১০-১২ কর্মকর্তাকে জিম্মি করে রাখলেও তারা (ডাকাতরা) নিরাপদে (সেইফ...
ব্যাংকের ‘ডাকাত’ ধরতে অভিযানে সেনাবাহিনী
অনলাইন ডেস্ক
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার চুনকুটিয়া পাকাপুল এলাকায় অবস্থিত রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় ডাকাতদল ঢুকে পড়েছে। এ ঘটনায় পুলিশ, সেনাবাহিনী, র্যাবসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ব্যাংকটি ঘিরে রেখেছেন এবং অভিযান চালাচ্ছেন। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে ডাকাতদল ব্যাংক ভবনে প্রবেশ করে এবং কর্মকর্তা-কর্মচারীসহ উপস্থিত সবাইকে জিম্মি করে ফেলে। প্রত্যক্ষদর্শীদের মতে, ছয়-সাতজনের একটি ডাকাত দল ব্যাংকটির ভিতরে ঢুকে পড়ে এবং হঠাৎ করেই ব্যাংক এলাকা থেকে ডাকচিৎকার শুনে স্থানীয়রা দৌড়ে আসেন। এরপর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। কিছু সময় পর র্যাব ও সেনাবাহিনীও সেখানে উপস্থিত হয়। দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) পীযূষ জানান, বিকেল ৩টা ৪০ মিনিট পর্যন্ত ডাকাতদল ব্যাংকের ভিতরে অবস্থান করছে। বাহিরে পুলিশ ও...