আগামী জাতীয় সংসদ নির্বাচন কবে হবে, তা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে কিছুটা মতভিন্নতা দেখা দিয়েছে। বিভিন্ন দল নেতারা নির্বাচন অনুষ্ঠানের সময় নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। এক্ষেত্রে বিএনপি দ্রুত নির্বাচনের দাবি জানালেও সংস্কার শেষে নির্বাচনের কথাও বলছে কয়েকটি দল। বিএনপি বলেছে, যদি অন্তর্বর্তী সরকার নির্বাচন আয়োজন করতে চায়, তবে তা চার থেকে ছয় মাসের মধ্যে সম্পন্ন করা উচিত। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ গতকাল এক অনুষ্ঠানে বলেন, নির্বাচনের জন্য চার থেকে ছয় মাসের বেশি সময় লাগার কথা নয়। বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, যদি সরকার আন্তরিক থাকে, তাহলে ২০২৫ সালের ডিসেম্বরের আগেই জাতীয় সংসদ নির্বাচন করা সম্ভব। তিনি আরও বলেন, সরকার যদি দ্রুত সিদ্ধান্ত নেয় এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসে...
নির্বাচন নাকি সংস্কার আগে, যা বলছে রাজনৈতিক দলগুলো
নিজস্ব প্রতিবেদক
পদ্মা সেতু হয়ে যেদিন থেকে খুলনা-বেনাপোল রুটে ট্রেন চলাচল শুরু
অনলাইন ডেস্ক
নতুন দুই জোড়া আন্তনগর ট্রেন ঢাকা থেকে খুলনা ও বেনাপোল রুটে চলাচল শুরু হতে যাচ্ছে আগামী ২৪ ডিসেম্বর। এর মাধ্যমে পদ্মা সেতু হয়ে এ রুটে ট্রেন চলাচলের দ্বার উন্মোচিত হবে। বুধবার (১৮ ডিসেম্বর) বাংলাদেশ রেলওয়ে মহাপরিচালকের কার্যালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক মো. নাহিদ হাসান খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে জানানো হয়, ৮২৫/৮২৬নং জাহানাবাদ এক্সপ্রেস ঢাকা-খুলনা ও ৮২৭/৮২৮নং রূপসী বাংলা এক্সপ্রেস ঢাকা-বেনাপোল রুটে চলাচল করবে। খুলনা থেকে ৮২৫ জাহানাবাদ এক্সপ্রেস সকাল ৬টায় ছেড়ে ৯টা ৪৫ মিনিটে ঢাকায় পৌঁছাবে। ৮২৬ জাহানাবাদ এক্সপ্রেস ঢাকা থেকে রাত ৮টায় ছেড়ে ১১টা ৪০ মিনিটে খুলনায় পৌঁছাবে। ট্রেনটি নোয়াপাড়া, সিঙ্গিয়া জংশন, নড়াইল, লোহাগড়া, কাশিয়ানী জংশন, ভাঙ্গা জংশন স্টেশনে থামবে। আরও পড়ুন কারাগার থেকে স্বজনদের চিঠিতে যা...
বিদেশি কর্মীদের কর ফাঁকি ও অর্থ পাচারে নতুন কৌশল
অনলাইন ডেস্ক
বাংলাদেশে বিদেশি কর্মীরা কর ফাঁকি ও অর্থ পাচারের নতুন কৌশল অবলম্বন করছেন বলে অভিযোগ উঠেছে। জার্মানিভিত্তিক এনজিও ওয়েল্ট হাঙ্গার হিলফে বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর পঙ্কজ কুমার এর উদাহরণ। তিনি প্রতিমাসে সাড়ে ৭ হাজার ইউরো বেতন পেলেও, আয়কর বিভাগে মাত্র ১ লাখ ৯০ হাজার টাকা বেতন দেখিয়েছেন। এর বিপরীতে তিনি ২০ হাজার ১৪৬ টাকা উৎসে কর হিসেবে প্রদান করেন, বেতনের বাকি অংশ নিজ দেশে স্থানান্তর করেন। তিনি ২০১৯ থেকে ২০২৩ পর্যন্ত সুইস সোলজারস, সেফার ওয়ার্ল্ড এবং ক্রিস্টিয়ান এইডের মতো এনজিওতে কাজ করেছেন। সম্প্রতি একটি গণমাধ্যমের অনুসন্ধানে উঠে এসেছে এমন চিত্র। প্রতিবেদনে বলা হয়, এ অভিযোগ শুধু পঙ্কজ কুমারের ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়। বাংলাদেশে ২৭৪টি বিদেশি এনজিও কার্যক্রম পরিচালনা করছে এবং এসব প্রতিষ্ঠানে কর্মরত বিদেশি কান্ট্রি ডিরেক্টররা প্রকৃত বেতন গোপন...
বগুড়া-৬ আসনের সাবেক এমপি গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
বগুড়া-৬ আসনের সাবেক সংসদ সদস্য রাগিবুল আহসান রিপুকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল বুধবার (১৮ ডিসেম্বর) রাতে নেত্রকোনা জেলার মোহনগঞ্জ পৌর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব-১৪ এর একটি বিশেষ দল। র্যাবের সদর দপ্তরের মিডিয়া শাখা থেকে গণমাধ্যমে এই তথ্য জানানো হয়েছে। বলা হয়েছে, সাবেক সংসদ সদস্য রাগিবুল আহসান রিপুর বিরুদ্ধে বগুড়া জেলার বিভিন্ন থানায় হত্যা মামলাসহ মোট ১৩টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি আইনের চোখ ফাঁকি দিয়ে পলাতক ছিলেন। তবে র্যাবের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। র্যাব-১৪ এর সদস্যরা তাকে মোহনগঞ্জ থেকে গ্রেপ্তারের পর নেত্রকোনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেছে। এরপর তাকে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান রয়েছে। ২০২৩ সালে অনুষ্ঠিত বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে বিজয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন রিপু। ২০১৪...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর