নাগাসাকিতে ৯ আগস্টের শান্তি অনুষ্ঠানে আমন্ত্রণ পায়নি ইসরায়েল

সংগৃহীত ছবি

নাগাসাকিতে ৯ আগস্টের শান্তি অনুষ্ঠানে আমন্ত্রণ পায়নি ইসরায়েল

অনলাইন ডেস্ক

১৯৪৫ সালে জাপানের নাগাসাকিতে পারমাণবিক বোমা হামলার স্মরণে প্রতিবছর ‘শান্তি অনুষ্ঠান’ আয়োজন করা হয়। এ বছরের শান্তি অনুষ্ঠানে ইসরায়েলকে আমন্ত্রণ জানায়নি জাপান।

নাগাসাকি শহরের মেয়র স্থানীয় গণমাধ্যমকে বলেন, অনুষ্ঠানে শান্ত ও নির্মল পরিবেশ বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ৯ আগস্ট এই ‘শান্তি অনুষ্ঠান’ হওয়ার কথা আছে।

নাগাসাকি শহরের মেয়র শিরো সুজুকি বলেন, রাজনৈতিক কারণে নয়। নিরাপত্তার কথা ভেবেই ইসরায়েলকে আমন্ত্রণ জানানো হচ্ছে না।

প্রতিবছর পৃথিবীর বিভিন্ন দেশ থেকে কূটনীতিকরা এই শান্তি অনুষ্ঠানে আমন্ত্রিত হয়। পৃথিবীতে শান্তির গুরুত্ব এবং পারমাণবিক অস্ত্রের বিপদ সম্পর্কে সচেতনতা বাড়াতে জাপানের হিরোশিমা-নাগাসাকি দুই শহরেই এই শান্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ বছর ১১৫টি দেশ এবং ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিগণ আমন্ত্রিত হয়েছেন।

উল্লেখ্য, জাপানে ১৯৪৫ সালে পারমাণবিক বোমা হামলায় হাজার হাজার মানুষ প্রাণ হারান। পরবর্তী মাস এবং বছরগুলোতে আরও বহু সংখ্যক মানুষ তেজস্ক্রিয় বিকিরণের প্রভাবে অসুস্থ এবং বিকলাঙ্গ হয়ে প্রাণ হারান। (সূত্র: সিএনএন) 

news24bd.tv/JP