কোহলিকে ছাড়াই জয় দিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজ় শুরু করল ভারত। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ইংল্যান্ডের দেওয়া ২৪৮ রান তাড়া করতে নেমে ছয় উইকেট হারিয়ে খুব সহজেই জয় তুলে নেয় টিম ইন্ডিয়া। আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) নাগপুরে ইংল্যান্ডের উড়ন্ত শুরুর পরও তাদের ২৪৮ রানে গুটিয়ে দেয় ভারতের বোলাররা। এদিকে চোটের কারণে ম্যাচে নামতে পারেননি বিরাট কোহলি। ওপেনিং জুটি ব্যর্থ হওয়ার পর বাকি তিন ব্যাটার দলকে জয়ের দিকে নিয়ে যান। শ্রেয়স আইয়ার ৩৬ বলে ৫৯ রান করে আউট হন। এর পর শুবমান গিল ও অক্ষর প্যাটেল দুজনেই হাফ সেঞ্চুরি করে দলকে জয়ের কাছে নিয়ে যান। এই জুটি ১০৮ রান যোগ করে। প্যাটেল ৫২ রানে আউট হলেও তিনি জয়ের ভিত তৈরি করে দেন। তবে অক্ষর ক্রিজে থাকার সময় যেই গতিতে রান উঠছিল, তিনি ফেরার পর কিছুটা হলেও গতি কমে যায়। যদিও সেটা সমস্যা তৈরি করেনি। গিল করেন ৮৭...
কোহলিকে ছাড়াই ইংল্যান্ডকে হারাল ভারত
অনলাইন ডেস্ক
![কোহলিকে ছাড়াই ইংল্যান্ডকে হারাল ভারত](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/06/1738858114-c71457de5b454f5c4c5515004a607061.jpg?w=1920&q=100)
বিপিএলের প্রাইজমানি বাড়ালো বিসিবি
নিজস্ব প্রতিবেদক
![বিপিএলের প্রাইজমানি বাড়ালো বিসিবি](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/06/1738856719-3e3f735490fae00b4aabf0c62799b42c.jpg?w=1920&q=100)
বিপিএলের প্রাইজমানি বাড়ালো বিসিবি। গত দুই মৌসুমের ফাইনালিস্টরা একই পরিমাণ টাকা পেয়েছিলচ্যাম্পিয়ন ২ কোটি টাকা, রানার্সআপ ১ কোটি। এর এর সঙ্গে ৫০ লক্ষ টাকা করে বাড়ানো হয়েছে। বাড়ানো হয়েছে প্রাইজমানির সংখ্যাও। দল ও ব্যক্তিগত পর্যায়ে মোট ১০ ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হবে। সব মিলিয়ে একাদশ বিপিএলে ২ কোটি ৩ লাখ টাকা প্রাইজমানি বাড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামীকালের ফাইনাল সামনে রেখে আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন প্রাইজমানির ঘোষণা দিয়েছে বিসিবি। চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের জন্য প্রাইজমানি বেড়ে আড়াই কোটি ও দেড় কোটি করলেও টুর্নামেন্ট সেরা, ম্যাচসেরা, সর্বোচ্চ রান সংগ্রাহক, উইকেট সংগ্রাহক ও সেরা ফিল্ডারের প্রাইজমানি আগের মতোই রাখা হয়েছে। নতুন করে যুক্ত হওয়া প্রাইজমানি ক্যাটাগরি হচ্ছে তৃতীয় ও চতুর্থ দল এবং উদীয়মান ক্রিকেটার।...
বিপিএল ফাইনালের সময়সূচিতে পরিবর্তন
অনলাইন ডেস্ক
![বিপিএল ফাইনালের সময়সূচিতে পরিবর্তন](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/06/1738856021-d792b8b490aef953d009f0fbd3211c80.jpg?w=1920&q=100)
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শেষ মুহূর্তে বিপিএল ফাইনাল শুরুর সময়ে পরিবর্তন এনেছে। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ফাইনাল শুরু হওয়ার কথা ছিল ৭ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায়। কিন্তু বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এক বিবৃতিতে বিসিবি জানিয়েছে, ম্যাচটি এক ঘণ্টা এগিয়ে সন্ধ্যা ৬টায় শুরু হবে। টস হবে সাড়ে ৫টায়। ২০ মিনিটের ইনিংস বিরতির পর দ্বিতীয় ইনিংস শুরু সময় ধরা হয়েছে সন্ধ্যা ৭টা ৫০ মিনিট। দ্বিতীয় ইনিংস শেষ করার সময় রাত ৯টা ২০ মিনিট। ৩৯ দিনের মাঠের লড়াই শেষে পর্দা নামার অপেক্ষায় বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসর। শিরোপার লড়াইয়ে কাল মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে লড়বে ফরচুন বরিশাল ও চিটাগং কিংস। লিগ পর্বের ১২ ম্যাচের ৯টি জিতে সর্বোচ্চ ১৮ পয়েন্ট নিয়ে প্লে-অফে ওঠে তামিম ইকবালের দল। প্রথম কোয়ালিফায়ারে চিটাগং কিংসকে...
মার্সেলো বললেন, আমার গল্পটা এখানেই শেষ
অনলাইন ডেস্ক
![মার্সেলো বললেন, আমার গল্পটা এখানেই শেষ](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/06/1738854339-9b30f0c9840788aa27edea875e56b8a2.jpg?w=1920&q=100)
রিয়াল মাদ্রিদের কিংবদন্তি লেফট ব্যাক মার্সেলো ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক ভিডিওতে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। টেকনিক্যাল দক্ষতা ও আক্রমণাত্মক খেলার জন্য পরিচিত এই ব্রাজিলিয়ান ডিফেন্ডার ১৫ বছর রিয়াল মাদ্রিদে কাটিয়ে ২৫টি শিরোপা জয় করেছেন। তার ঝুলিতে রয়েছে পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ, ছয়টি লা লিগা এবং দুটি কোপা দেল রে শিরোপা। ২০২২ সালে মাদ্রিদ ছাড়ার পর অলিম্পিয়াকোসে স্বল্প সময়ের জন্য খেলেন মার্সেলো। এরপর ২০২৩ সালে তিনি নিজ দেশের ক্লাব ফ্লুমিনেন্সে ফেরেন এবং কোপা লিবার্তাদোরেস শিরোপা জেতেন। তবে ২০২৪ সালের নভেম্বরে কোচ মানো মেনেজেসের সঙ্গে মতবিরোধের জেরে ফ্লুমিনেন্স ছাড়েন এবং তারপর থেকে তিনি ক্লাবহীন ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে বিদায়ের বার্তায় মার্সেলো বলেন, খেলোয়াড়...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর