অলিম্পিকে স্বর্ণজয় করলেন ক্রিকেটারের ছেলে

অলিম্পিকে স্বর্ণজয় করলেন ক্রিকেটারের ছেলে

অনলাইন ডেস্ক

চলমান প্যারিস অলিম্পিকে ছেলেদের ৪০০ মিটার হার্ডলস দৌড়ে স্বর্ণ জিতেছেন যুক্তরাষ্ট্রের রাই বেঞ্জামিন। তার বড়ো হওয়া এক ক্রিকেট পরিবারে। ওয়েস্ট ইন্ডিজের সাবেক ফাস্ট বোলার উইনস্টন বেঞ্জামিন তার বাবা। যদিও শুরুতে বাবার মতোই ক্রিকেটার হয়েছিলেন তিনি।


ভালো ব্যাটিংও করতে পারলেও নিয়তি তাকে ট্র্যাক অ্যান্ড ফিল্ডের অ্যাথলেটই করে দিলো।

শুক্রবার (১০ আগস্ট) রাতে রাই বেঞ্জামিন তার চিরপ্রতিদ্বন্দ্বী নরওয়ের কারস্টেন ওয়ারহোমকে হারিয়ে স্বর্ণ জিতিয়েছেন। তার টাইমিং ছিল ৫৬.৪৬ সেকেন্ড। এর আগে রাই বেঞ্জামিন টোকিও অলিম্পিকে রূপা জিতেছিলেন।

তাছাড়া ২০১৯ ও ২০২২ বিশ্ব চ্যাম্পিয়নশিপে রূপা আর ২০২৩ সালে জিতেছিলেন ব্রোঞ্জ।

অ্যান্টিগায় জন্ম নেওয়া রাইকে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে আসতে রাজি করান তার হাইস্কুলের অ্যাথলেটিকস কোচ। ওয়ান ইলেভেনের সময় তিনি নিউইয়র্ক থেকে অ্যান্টিগায় ফিরছিলেন।

আরও পড়ুন: মাইক্রোসেকেন্ডের পার্থক্যে দ্রুততম মানব হলেন লাইলস

সেসময় টুইন টাওয়ারে হামলার ঘটনায় তাদের বিমান পুয়ের্তো রিকোয় জরুরি অবতরণ করে। এরপর সেখানেই থেকে যান রাই। ২০১৯ সালে পেয়ে যান যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব।

আরও পড়ুন: কার্টুন নেটওয়ার্কের ওয়েবসাইট বন্ধ

উল্লেখ্য, রাই বেঞ্জামিনের বাবা উইনস্টন বেঞ্জামিনের নব্বই দশকের মাঝামাঝি পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২১ টেস্টে ৬১ উইকেট এবং ৯৫ ওয়ানডেতে ১০০ উইকেট নিয়েছেন।

news24bd.tv/SC