টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা ময়দানে মাওলানা জুবায়ের ও মাওলানা সাদের অনুসারীদের মধ্যে সংঘর্ষে অন্তত তিনজন নিহত ও হতাহতের ঘটনায় হত্যা মামলা করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় শূরায়ী নেজামপন্থী মাওলানা এসএম আলম হোসেন জিএমপির টঙ্গী পশ্চিম থানায় এ মামলা করেন। মামলা নম্বর-৯। মামলায় ২৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও কয়েকশ জনকে আসামি করা হয়েছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান এ তথ্য জানান। এদিকে, পুলিশের নিষেধাজ্ঞার মধ্যেও বৃহস্পতিবার ইজতেমা মাঠের বিভিন্ন স্থানে কিছু মুসল্লি অবস্থান করছেন। তাদের দাবি, কাঁথা-বালিশসহ বিভিন্ন মালামাল পাহারা দিতে মাঠে রয়েছেন তারা। এ ছাড়া, ইজতেমা ময়দান ও আশপাশের এলাকায় সেনাবাহিনী, র্যাব, বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন। তবে মাঠের ভেতর কাউকে প্রবেশ করতে দেওয়া...
ইজতেমার মাঠে সংঘর্ষের ঘটনায় মামলা
ঝিনাইদহ সীমান্তে বিজিবির গুলি, ভিকটিম উদ্ধার
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে দালালদের লক্ষ্য করে গুলি চালিয়েছে বিজিবি। এ সময় পাচারের শিকার শিউলী আক্তার (১৫) নামের এক ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত শিউলী মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার ভাটারা গ্রামের আব্দুল লতিফের মেয়ে। পাচার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আরও তিন জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঘাডাংগা গ্রামের ইলাহী মণ্ডলের ছেলে আব্দুল মান্নান (৩১), একই গ্রামের তালেব খলিফার ছেলে রুবেল (৩২) ও রেজাউলের ছেলে হৃদয় হোসেন (২৯)। মহেশপুর ৫৮ বিজিবি সূত্র থেকে জানা যায়, বৃহস্পতিবার বিকালে মহেশপুর সীমান্ত কুমিল্লাপাড়া এলাকায় ভারতে পাচার হওয়া কিশোরীকে বাংলাদেশে প্রবেশের জন্য পাচারকারীচক্র আসছিল। এ সময় বিজিবি সদস্যরা কিশোরীসহ ৪ জনকে আটক করে। আটককৃতদের ছাড়িয়ে নিতে ৩-৪ জন ভারতীয় দালাল ধারালো দেশীয় অস্ত্র দিয়ে বিজিবি...
দুই বগি ফেলে চলে গেল ট্রেন
নাটোর প্রতিনিধি
নাটোরের মাধনগরে বগি ফেলে ট্রেনের ইঞ্জিন চলে যাওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুর ১২ টার দিকে নলডাঙ্গার মাধনগর স্টেশন এলাকায় এই ঘটনা ঘটে। এর এক ঘণ্টা পরে পুনরায় ইঞ্জিন পেছনে এসে বগির সঙ্গে লাইন সংযুক্ত করে ট্রেনটি মাধনগর স্টেশন ছেড়ে চলে যায়। মাধনগর রেলওয়ে স্টেশন মাস্টার উজ্জ্বল হোসেন জানান, আজ দুপুর বারোটার দিকে কুড়িগ্রাম থেকে ঢাকা অভিমুখী আন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি মাধনগর স্টেশন অতিক্রম করার সময় নাট খুলে পেছন থেকে ২টি বগি বিচ্ছিন্ন হয়ে যায়। এরপরে ট্রেনটি নলডাঙ্গার দিকে যাওয়ার কিছুক্ষণ পরেই চালক বুঝতে পারেন পেছনে ২টি বগি ছাড়া পড়ে গেছে। এরপর তিনি ট্রেনটিকে আবারও পেছন দিকে নিয়ে এসে বগিগুলোকে পুনরায় সংযুক্ত করে এক ঘণ্টা পর আবারও যাত্রা শুরু করেন। ঘটনাটি অনাকাঙ্ক্ষিত ছিল। কোনো হতাহতের ঘটনা ঘটেনি, সেই সাথে ট্রেন...
সুস্বাদু খেজুর গুড় বিক্রি হচ্ছে ১৫০ টাকায়
নাসিম উদ্দীন নাসিম, নাটোর
নাটোর-বগুড়া মহাসড়কের শেরকোল বাজার থেকে ১ কিলোমিটার পূর্বে ধুলাউড়ি গ্রাম। এ গ্রামের একটি একচালা টিনের বাড়িতে তৈরি হচ্ছে শীতকালের সুস্বাদু খেজুর গুড়। টাটকা খেজুর রস জাল করে পাটালি, ঝোলা, লালিসহ তৈরি করছেন নানা রকম মজাদার গুড়। ধুলাউড়ি গ্রামের এই একচালা টিনের বাড়িটি ভাড়া নিয়েছেন রাজশাহীর বাঘা এলাকা থেকে আগত ৫ থেকে ৭ জনের একদল গুড় তৈরির কারিগর। তিন বছর ধরে প্রতি শীত মৌসুমে এ বাড়িতেই গুড় তৈরি করছেন এই কারিগররা। এ কারণে এ বাড়িটি এখন স্থানীয়দের কাছে গুড় তৈরির কারখানা নামে পরিচিত হয়ে উঠেছে। সরেজমিনে ধুলাউড়ি গ্রামের ওই বাড়িতে গিয়ে দেখা যায়, রস জাল দিয়ে গুড় তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। এসময় কথা হয় সিদ্দিক ও আলতাফ নামের দুই কারিগরের সাথে। তারা জানান, গত কার্তিক মাসে তারা এখানে এসেছেন। থাকবেন ফাল্গুন মাস পর্যন্ত। দুই কেজি থেকে তিন কেজি গুড় দেওয়ার...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর