হুমকি দেয়া হয়েছিল খাইরুল বাসারকেও 

শিক্ষার্থীদের পাশে থাকায় 

হুমকি দেয়া হয়েছিল খাইরুল বাসারকেও 

অনলাইন ডেস্ক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের পাশে ছিলেন অভিনেতা খাইরুল বাসার। সেই কারণে ফোন কিংবা ফেসবুক মেসেঞ্জারে নানান হুমকি পেয়েছিলেন তিনি। দেশের এক গণমাধ্যমে এসব কথা অভিনেতা নিজেই জানিয়েছেন।

এক প্রশ্নের জবাবে খায়রুল বাসার বলেন, 'শিক্ষার্থীদের হয়ে কথা বলার কারণে অনেক অপরিচিত নম্বর থেকে ফোন এসেছে।

ফেসবুক মেসেঞ্জারে অনেকেই হুমকি দিয়েছেন। সেগুলো আমলে নিইনি। কারণ, আমি কোনো দলের নই। এই যে মানুষ মারা হচ্ছিল, আমি তার জন্য কথা বলেছি'।

তিনি বলেন, 'আমি অন্যায়কে অন্যায় বলেছি। কথা বলার স্বাধীনতা আমার থাকতে হবে। আপনি লক্ষ করবেন, আমি শুধু এখন নয়, সব সময়ই ন্যায়কে ন্যায় বলেছি। আমি অন্যায় নিয়ে লিখেছি। যাঁরা সমালোচনা করেছেন, তাঁদের গঠনমূলক জবার দিয়েছি'।

এই অভিনেতা আরও বলেন, 'একজন শিল্পী হিসেবে আমি মনে করি, অন্যায়ের বিরুদ্ধ কথা বলা নৈতিক দায়িত্ব। এটা মানসিক দায়। দেশের অন্যায় নিয়ে মত প্রকাশ করা জরুরি। প্রতিবাদ করলেই পরিবর্তনটা আসবে। আমাদের সাহস নিয়েই অন্যায়কে অন্যায় বলতে হবে'।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সমর্থন দেওয়ার কারণে হত্যার হুমকি পেয়েছিলেন বলেও জানান অভিনেত্রী আজমেরী হক বাঁধনও। অভিনেত্রী নিজেই সম্প্রতি এক গণমাধ্যমে বিষয়টি জানিয়েছেন।

news24bd.tv/TR   

এই রকম আরও টপিক