ঝিনাইদহের শৈলকূপায় পানিতে ডুবে তাবাচ্ছুম নামের দুই বছর বয়সী এক শিশুর হয়েছে। সোমবার সকালে উপজেলার নিত্যানন্দপুর ইউনিয়নের কাকুড়িডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু ওই গ্রামের সাইফুল খন্দকারে পালিত মেয়ে। জানা গেছে, সকালে খেলার ছলে সবার অজান্তে তাবাচ্ছুম বাড়ি থেকে বের হয়ে যায়। তাকে না পেয়ে পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজা-খুঁজি শুরু করে। এক পর্যায়ে বাড়ির পাশের পুকুরে পানিতে তার মৃতদেহ ভেসে উঠে। হাটফাজিলপুর ক্যাম্প ইনর্চাজ গৌরাঙ্গ হরি এ তথ্য নিশ্চিত করে জানান, শৈলকূপা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। News24d.tv/কেআই
শৈলকূপায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
ঝিনাইদহ প্রতিনিধ
গরুচোর সন্দেহে গণপিটুনিতে নিহতের সংখ্যা বেড়ে ২
শেরপুর প্রতিনিধি:
শেরপুরের নকলায় গরুচোর সন্দেহে জনসাধারণের গণপিটুনিতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ জন। আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। এর আগে গতকাল ২ ফেব্রুয়ারি রোববার রাতে দক্ষিণ নকলা এলাকায় ওই গণপিটুনিতে একজন নিহত হন। নিহতরা হচ্ছেন- ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের গোমড়া এলাকার মৃত মইজ উদ্দিনের ছেলে মুসলিম উদ্দিন (৪৫) ও একই এলাকার মৃত নূর মোহাম্মদের ছেলে আমির হোসেন (৩০)। আহত চারজন হচ্ছেন- গোমড়া এলাকার জয়নাল আবেদীনের ছেলে আজি রহমান (১৯), সুরুজ মিয়ার ছেলে রাজু মিয়া (২৫), আবুল হোসেনের ছেলে আয়নাল হক (৩৪) ও পার্শ্ববর্তী সন্ধ্যাকুড়া এলাকার মো. শাহজাদার ছেলে মো. সাদ্দাম (৩০)। পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার রাত সাড়ে ১০টার দিকে দক্ষিণ নকলা এলাকার শেরপুর-ঢাকা মহাসড়কের পাশে ওই ৬ জনকে দাঁড়িয়ে থাকতে...
ঝিনাইদহে যৌথবাহিনীর দিনব্যাপী অভিযানের যা উদ্ধার হলো
শেখ রুহুল আমিন, ঝিনাইদহ:
বিস্ফোরক থাকা সন্দেহে ঝিনাইদহের একটি বাগান ঘিরে রাখে যৌথবাহিনী। সোমবার সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ঘিরে রাখা হয়েছে। স্থানটিতে কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি। এরপর সন্ধ্যা ৬টার দিকে ঘটনাস্থল থেকে গ্রেনেড হেন্ড-৩৬ (আরজেস) উদ্ধার করা করেছে যশোর সেনানিবাসের বোম-ডিসপোজাল ইউনিট। জানা গেছে, সদর উপজেলার পাগলাকানাই ইউনিয়নের কোরাপাড়া গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের সামনের একটি বাগান লাল ফিতা দিয়ে নিশানা টাঙ্গিয়ে এলাকাটি ঘিরে রাখে। যশোর সেনানিবাসের মেজর রুশাদের নেতৃত্বে পুলিশ,র্যাব ও আনসারের ২০/২৫টি গাড়ি সেখানে সারি বদ্ধভাবে রাখা হয়। এতে করে স্থানীয় উৎসুক জনতার মধ্যে উৎবেগ উৎকণ্ঠা দেখা দেয়। আরও পড়ুন বিয়ের ২ দিন পর বড় দুঃসংবাদ পেলেন সারজিস ০৩ ফেব্রুয়ারি, ২০২৫ স্থানীয়রা জানিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে কোড়াপাড়া গ্রামের জনৈক বাদশা...
রাজশাহীতে বাস-অটোরিকশা সংঘর্ষে ২ জন নিহত, আহত ৭
রাজশাহী প্রতিনিধি
রাজশাহীর দামকুড়া থানার কসবা এলাকায় চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কে বাস চাপায় অটোরিকশার ২ জন যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন। সোমবার সন্ধ্যার পৌনে ছয়টার দিকে রাজশাহী থেকে একটি অটোরিকশা গোদাগড়ীর দিকে যাচ্ছিল। এ সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বাস অটোরিকশাটিকে সামনে থেকে চাপা দেয়। এতে অটোরিকশায় থাকা মোট নয় আরোহী আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই যাত্রীকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে ঘাতক বাসটিকে স্থানীয়রা কাশিয়াডাঙ্গা এলাকায় আটক করে চালক ও হেলপারকে মারধরের চেষ্টা করে। এ ঘটনায় নিহত কারও পরিচয় জানাতে পারেনি পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর