দীর্ঘ ৬ ঘণ্টা পর ঢাকা-টঙ্গী-ঢাকা সেকশনে শুরু হয়েছে ট্রেন চলাচল। আগামী ৭ দিনের মধ্যে তিতুমীর বিশ্ববিদ্যালয় ইস্যুতে সরকার পদক্ষেপ নেবেএমন আশ্বাসে আমরণ অনশন ভেঙেছেন কলেজটির শিক্ষার্থীরা। এরপরই তারা আটকে রাখা রাজধানীর মহাখালী রেলপথ থেকে সরে আসেন। রেলপথ ফাঁকা করার পর ট্রেন চলাচল শুরু হয়। সোমবার (৩ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে ট্রেন চলাচল শুরু হওয়ার বিষয়টি সংবাদ মাধ্যমকে জানান ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন। তিনি বলেন, দুপুর ৩টা ৪০ মিনিট থেকে রাত ৯টা ৫০ মিনিট পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ ছিল। এরপর রাত ৯টা ৫০ মিনিটে প্রথম ট্রেন হিসেবে রাজশাহীর উদ্দেশ্যে সিল্কসিটি এক্সপ্রেস (৭৫৩) ঢাকা স্টেশন ছেড়ে গেছে। বিমানবন্দর রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, বিমানবন্দর স্টেশনে আটকে থাকা এগারসিন্ধুর এক্সপ্রেস ট্রেন ৯টা ৫০ মিনিটে...
৭ ঘণ্টা পর ঢাকা-টঙ্গী রুটে ট্রেন চলাচল শুরু
নিজস্ব প্রতিবেদক
তিতুমীর শিক্ষার্থীদের অবরোধ, জলকামান এগিয়ে সামনে আনলো পুলিশ
নিজস্ব প্রতিবেদক
মহাখালী রেলগেট এলাকায় তিতুমীর কলেজের শিক্ষার্থীরা রেলপথ অবরোধ করলে তাদের চারপাশ থেকে ঘিরে রেখেছে পুলিশ সদস্যরা। এছাড়া মহাখালীর আমতলী মোড়ে দাঁড় করিয়ে রাখা জলকামানটিও সামনে এনে রাখা হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে তিতুমীরের শিক্ষার্থীদের অবরোধের মুখে বন্ধ হয়ে গেছে ট্রেন চলাচল। অবরোধের মুখে নোয়াখালী অভিমুখের উপকূল এক্সপ্রেস ঢাকা রেলওয়ে স্টেশনের দিকে ফেরত গেছে। এসময় দেখা যায়, রেল লাইনের উপর বসে আছেন ২০-৩০ জন শিক্ষার্থী। কেউবা হুইলচেয়ারে। এর পাশে দাঁড়িয়ে আছেন আরও শতাধিক শিক্ষার্থী। আর শিক্ষার্থীদের চারপাশ ঘিরে পুলিশ, ডিবি, বিজিবি এবং এবিবিএন সদস্যরা অবস্থান নিয়েছেন। এর পেছনে দাঁড় করিয়ে রাখা হয়েছে জল কামান। এর আগে বিকেলে তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে বিক্ষোভ মিছিল নিয়ে মহাখালী রেলপথ অবরোধ করে শিক্ষার্থীরা।...
নিজের ও পরিবারের নিরাপত্তা চাইলেন ড. মালা খান
অন্তর্বর্তীকালীন সরকারের কাছে নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়েছেন বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টের (বিআরআইসিএম) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মালা খান। সোমবার (৩ জানুয়ারি) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়নে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, তদন্তের আগেই আমাকে দোষী সাব্যস্ত করে শাস্তি দেওয়া মোটেও আইনি কাঠামোয় পড়ে না। মালা খান অভিযোগ করেন, বিআরআইসিএম-এর মহাপরিচালকের পদ থেকে পদত্যাগে বাধ্য করানোর পর এখন প্রতিষ্ঠানের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তার পদ থেকেও পদত্যাগের জন্য চাপ দিচ্ছে একটি মহল। একই সঙ্গে বরখাস্তেরও দাবি তোলা হচ্ছে। এসবের ফলে পারিবারিকভাবে নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে উল্লেখ করেন তিনি। তিনি অভিযোগ করেন, যারা তার বরখাস্তের দাবি তুলছেন, তারা ষড়যন্ত্রকারী এবং বিআরআইসিএমকে ধ্বংস করাই তাদের লক্ষ্য। তার...
সড়কের পর এবার মহাখালীতে রেলপথ অবরোধ তিতুমীর শিক্ষার্থীদের
নিজস্ব প্রতিবেদক
সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে মহাখালী রেলপথ অবরোধ করেছে। এতে ঢাকা রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসা একটি ট্রেন আটকে যায়। সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেল ৩টা ৪০ মিনিটে এ ঘটনা ঘটে। বিক্ষোভকারীরা লাল পতাকা দেখিয়ে ট্রেনটি থামাতে সক্ষম হয়। আটকে যাওয়া উপকূল এক্সপ্রেস ট্রেনটি কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ৩টা ২৫ মিনিটে ছেড়ে আসে। ট্রেনের লোকোমাস্টার লতিফ গণমাধ্যমকে বলেন, আমি তিতুমীর রেলগেটে দূর থেকে লাল পতাকা ও মানুষের জটলা দেখতে পাই। দ্রুত সিদ্ধান্ত নিয়ে ট্রেনের গতি কমিয়ে থামাতে সক্ষম হই। তিনি আরও জানান, হঠাৎ ট্রেন থামাতে বেগ পেতে হলেও কোনো বড় সমস্যা হয়নি। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর