অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে উন্মুখ দক্ষিণ কোরিয়া

বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার পতাকা

অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে উন্মুখ দক্ষিণ কোরিয়া

অনলাইন ডেস্ক

ড. মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী দক্ষিণ কোরিয়া। শনিবার (১৭ আগস্ট) দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বরাত দিয়ে দেশটির ঢাকার দূতাবাস এ তথ্য জানায়।

দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, কোরিয়ান সরকার আশা করে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের যাত্রা দ্রুত শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনবে। কোরিয়া-বাংলাদেশ সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়া এবং অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করার জন্য আমরা উন্মুখ।

গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

news24bd.tv/আইএএম