সিলেট-তামাবিল সড়কে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে জৈন্তাপুর উপজেলার দামড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুজন ঘটনাস্থলে ও একজন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা যান। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। আরও পড়ুন লন্ডনে স্থায়ীভাবে বসবাসের জন্য ভারত ছাড়ছেন কোহলি-আনুশকা! ২০ ডিসেম্বর, ২০২৪ প্রত্যক্ষদর্শীরা জানান, জাফলং থেকে সিলেটগামী একটি প্রাইভেটকার দামড়ি ব্রিজ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে মুচড়ে যায়। এতে এ হতাহতের ঘটনা ঘটে। তামাবিল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।...
প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কায় নিহত ৩
অনলাইন ডেস্ক
সাদ অনুসারী মোয়াজ বিন নুর গ্রেপ্তার
গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমার ময়দান নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষে তিনজন নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার করা হয়েছে তাবলীগ জামাতের সাদপন্থি মোয়াজ বিন নুরকে। মোয়াজ বিন নুর (৪০) উত্তরার ৭নং সেক্টরের বাসিন্দা। তার বাবার নাম মৃত নুর মোহাম্মদ। আজ শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিব ইস্কান্দার এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, ইজতেমা ময়দানে সংঘর্ষ ও নিহতের ঘটনায় গতকাল মামলা করা হয়। মামলায় মাওলানা সাদ কান্ধলভীর ২৯ জন অনুসারীর নাম উল্লেখসহ অজ্ঞাত কয়েক শ জনকে আসামি করা হয়েছে। ওই মামলার ৫নং আসামি মোয়াজ বিন নুর। ওসি বলেন, বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় মাওলানা জুবায়ের অনুসারী এস এম আলম হোসেন বাদী হয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) টঙ্গী পশ্চিম থানায় এ মামলাটি করেন।...
আগামী ২৪ ডিসেম্বর পদ্মা সেতু হয়ে নতুন ট্রেন চলবে
নিজস্ব প্রতিবেদক
যশোর ও খুলনাবাসীর জন্য সুখবর। অবশেষে একটি ট্রেন দিয়ে হলেও আগামী ২৪ ডিসেম্বর থেকে পদ্মা সেতুতে নতুন ট্রেন চলবে। এই ট্রেন খুলনা ও যশোর থেকে নড়াইল হয়ে পদ্মা সেতু দিয়ে ঢাকায় চলাচল করবে। গত বুধবার বাংলাদেশ রেলওয়ে মহাপরিচালকের কার্যালয়ের উপপরিচালক(টিটি) মো. খায়রুল কবির স্বাক্ষরিত পত্রে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। ট্রেনটি জাহানাবাদ এক্সপ্রেস নামে খুলনা থেকে (খুলন-ঢাকা-খুলনা) এবং রুপসী বাংলা এক্সপ্রেস নামে বেনাপোল থেকে যাতায়াত করবে । নতুন এই রুটে ট্রেন চলাচল শুরু হলে রেলপথে যশোর থেকে ঢাকার দুরত্ব কমবে ১৯৩ কিলোমিটার। ঘণ্টায় ১২০ কিলোমিটার গতিতে ব্রডগেজ রেললাইন দিয়ে ছুটবে ট্রেন। কিন্তু সংকট দেখা দেয় রেল কোচ নিয়ে। বগি সংকটের কারণে এ রুটে নতুন ট্রেন চালু করতে বিলম্ব হচ্ছিল। অবশেষে একটি ট্রেন দিয়েই আপাতত এ রুট চালু করতে যাচ্ছে মন্ত্রণালয়।...
শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল শুরু
শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ঘন কুয়াশা কেটে যাওয়ায় প্রায় আড়াই ঘণ্টা পর ফেরি চলাচল শুরু হয়েছে। আজ শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল ৭টা ২০ মিনিট থেকে ফেরি চলাচল স্বাভাবিক করে বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ। এর আগে, ভোর রাত ৫টা থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। বিআইডব্লিউটিসি নরসিংহপুর ফেরিঘাটের উপ-ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন জানান, বৃহস্পতিবার দিবাগত রাত থেকে প্রচণ্ড কুয়াশা দেখা দেয়। কুয়াশার মধ্যে দুর্ঘটনা এড়াতে এই নৌরুটে ভোর ৫টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরে ঘন কুয়াশা কেটে গেলে সকাল ৭টা ২০ মিনিটের পর ফেরি চলাচল স্বাভাবিক করে দেয়া হয়। বর্তমানে এই নৌরুটে ছোট-বড় মিলিয়ে ছয়টি ফেরি চলাচল করছে। news24bd.tv/SHS
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর