নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন কঠিন: শিক্ষা উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ।

নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন কঠিন: শিক্ষা উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন করা কঠিন বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। তিনি বলেছেন, ‘নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন করা কঠিন। তাই আগের পদ্ধতিতে ফেরার চেষ্টা করব। তবে আগেরটাতে ফিরে গেলেও আমরা এমনভাবে ফিরে যাব না যে বর্তমানটার সঙ্গে মিল থাকবে না।

আগেরটায় ফিরে গেলে তারা যা পড়ে ফেলেছে তার সঙ্গে মিল রাখতে হবে, সেজন্য অতিদ্রুত কিছু কাজ করতে হবে।

রোববার (১৮ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের এ মন্তব্য করেন তিনি।

শিক্ষা উপদেষ্টা বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে দ্রুত যোগ্য ব্যক্তিকে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হবে। এক্ষেত্রে বড় অবমূল্যায়ন হয়েছে।

প্রশাসনিক ও অ্যাকাডেমিক যোগ্যতা দেখা হবে।

তিনি বলেন, দলীয়করণের ফলে ছাত্র-শিক্ষক সম্পর্কের অবনতি হয়েছে। তাদের কাছে অনুরোধ যেন বিশৃঙখলা সৃষ্টি না হয়। পরিবেশটা যেন ফিরিয়ে আনা যায়। দখলদারিত্বের রাজনীতি যেন না থাকে। ভালো পরিবেশ যেন তৈরি করতে পারি।

‘বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং কমিটিতে যোগ্য লোক দেওয়ার বিষয়ে এখনি সিদ্ধান্ত নেওয়া না গেলেও চিন্তাভাবনা করা হচ্ছে। ’

‘অর্থনৈতিক পরিকল্পনার সাথে শিক্ষা গুরুত্বপূর্ণ। গুণগতভাবে মানবসম্পদ তৈরি না হলে সংকট কাটবে না’, যোগ করেন তিনি।

news24bd.tv/তৌহিদ