দীপু মনি ও জয়ের ১০ দিনের রিমান্ড চাইবে পুলিশ: ডিএমপি

ডা. দীপু মনি ও আরিফ খান জয়

দীপু মনি ও জয়ের ১০ দিনের রিমান্ড চাইবে পুলিশ: ডিএমপি

অনলাইন ডেস্ক

হত্যা মামলায় গ্রেপ্তার আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি এবং সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়ের ১০ দিনের রিমান্ড চাইবে পুলিশ।  

মঙ্গলবার (২০ আগস্ট) মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) তোফাজ্জল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সোমবার (১৯ আগস্ট) রাজধানীর বারিধারা ডিওএইচ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রাত আটটার দিকে দীপু মনিকে গ্রেপ্তারের তথ্য জানায় ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম বিভাগ।

পরে তাকে রাজধানীর মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়।

অন্যদিকে একই রাতে রাজধানীর ধানমন্ডি এলাকায় অভিযান চালিয়ে সাবেক যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়কে গ্রেপ্তার করা হলে দুজনকেই ডিএমপির মোহাম্মদপুর থানার হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

আরও পড়ুন: শেখ হাসিনার চাচাতো ভাইসহ তন্ময়ের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ

মঙ্গলবার (২০ আগস্ট) ১০ দিনের রিমান্ডের আবেদন করে তাদের আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) তোফাজ্জল হোসেন। এর আগে মোহাম্মদপুর থানায় দায়ের করা একটি হত্যা মামলায় সাবেক মন্ত্রী ডা. দীপু মনি এবং সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়কে গ্রেপ্তার করা হয়।

news24bd.tv/SC