পুরো এক দিন না খেয়ে বন্দিরা, এগিয়ে এলো বিজিবি

সংগৃহীত ছবি

পুরো এক দিন না খেয়ে বন্দিরা, এগিয়ে এলো বিজিবি

অনলাইন ডেস্ক

অতিবৃষ্টি ও পাহাড়ি ঢল থেকে নেমে আসা বন্যায় তলিয়ে যায় ফেনীর বেশিরভাগ এলাকা। জেলার গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো পানিতে ডুবে যায়। বাদ যায়নি জেলা কারাগার। বন্দিরা বন্যার মধ্যে ভেতরে আটকা পরে।

বিপাকে পড়ে কারাগারটির স্টাফসহ ৪০০ বন্দি। বন্যা শুরুর পর থেকে খাদ্য সংকটসহ দেখা দেয় মানবিক বিপর্যয়। শুক্রবার (২৩ আগস্ট) দুপুরের পর থেকে নেই কোনো খাবারের ব্যবস্থা।

এমন মানবিক বিপর্যয়ে এগিয়ে এসেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবির উদ্যোগে কারাগারের স্টাফসহ ৪০০ কারাবন্দিকে রান্না করা খাবারসহ বিভিন্ন শুকনো খাবার ও বিশুদ্ধ পানি সরবরাহ করা হচ্ছে।

শনিবার (২৪ আগস্ট) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, ফেনী জেলা কারাগারের রান্নাঘরসহ সবকিছু বন্যায় তলিয়ে যাওয়ার কারণে শুক্রবার দুপুর থেকে কোনো খাবারের ব্যবস্থা করা যাচ্ছে না। এমন পরিস্থিতিতে বিজিবির পক্ষ থেকে থেকে কারাগারের স্টাফসহ ৪০০ কারাবন্দির জন্য খাবার সরবরাহ করা হচ্ছে।

উল্লেখ্য, যতদিন পর্যন্ত এ বিপর্যয় না কাটে ততদিন পর্যন্ত ফেনী কারাগারে বিজিবির এই খাদ্য সহায়তা কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছে বিজিবির মিডিয়া উইং।

news24bd.tv/DHL