জার্মানিতে ছুরিকাঘাতের ঘটনায় এক ব্যক্তি আটক

সংগৃহীত ছবি

জার্মানিতে ছুরিকাঘাতের ঘটনায় এক ব্যক্তি আটক

জার্মানির পশ্চিমাঞ্চলীয় শহর জোলিঙ্গেন শহরে ছুরিকাঘাতে তিনজন নিহত ও আটজন আহত হওয়ার ঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করেছে জার্মান পুলিশ। রোববার ( ২৫ আগস্ট) এক যৌথ বিবৃতিতে ডুসেলডর্ফ পুলিশ এবং প্রসিকিউটররা বলেছেন, সন্দেহভাজন, একজন ২৬ বছর বয়সী সিরিয়ান ব্যক্তি।

সন্দেহভাজন ব্যক্তি নিজের অপরাধ স্বীকার করেছেন বলে উল্লেখ করা হয়েছে ওই বিবৃতিতে। ওই ব্যক্তির  জড়িত থাকার বিষয়ে বর্তমানে তদন্ত চলছে বলে জানিয়েছে জার্মান পুলিশ।

নর্থ রাইন-ওয়েস্টফালিয়া রাজ্যের অভ্যন্তরীণ মন্ত্রী হার্বার্ট রিউল বলেছেন, "আসল সন্দেহভাজন ব্যক্তিকে আমরা গ্রেপ্তার করেছি। " ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার বিরুদ্ধে প্রমাণ জব্দ করা হয়েছে বলেও জানান তিনি।  

স্থানীয় সময় শুক্রবার রাতে জার্মানির জোলিঙ্গেন শহরে দুর্বৃত্তের এলোপাতাড়ি ছুরিকাঘাতে ৩ জন নিহত হয়েছিল। কর্তৃপক্ষ জানায়, শহরটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি অনুষ্ঠান চলছিল তখন।

হামলার পরপরই আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো অনুষ্ঠানস্থলে। পরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সূত্র: আল জাজিরা

news24bd.tv/এসএম

এই রকম আরও টপিক