জলবায়ু বিপর্যয়ের কারণে বিশ্বের বিভিন্ন দেশে ক্রমে বৃদ্ধি পাচ্ছে বায়ুদূষণের মাত্রা। যার ধারাবাহিকতায় দিন দিন ঢাকার বাতাস দূষিত হয়ে উঠছে। বছরের শুরুতেই টানা কয়েক দিন বাতাসের মান খুবই অস্বাস্থ্যকর ছিল। তারই ধারাবাহিকতায় আজ সকালেও বায়ুদূষণে শীর্ষে উঠে আসে বাংলাদেশের রাজধানী শহরটি। আজ শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার থেকে এ তথ্য জানা যায়। ২৮৮ স্কোর নিয়ে আজ বায়ুদূষণে শীর্ষে কুয়েতের শহর কুয়েত সিটি, যা এখানকার বাতাসের মান নাগরিকদের জন্য খুবই অস্বাস্থ্যকর। একই সময়ে ২৩২ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে মায়ানমারের শহর ইয়াঙ্গুন। এ দিকে ১৫৪ স্কোর নিয়ে নবম অবস্থানে রয়েছে ঢাকা। যা এখানকার বাতাসের মান নাগরিকদের জন্য অস্বাস্থ্যকর। আইকিউএয়ার স্কোর শূন্য থেকে ৫০...
ছুটির দিনেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’
অনলাইন ডেস্ক
![ছুটির দিনেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/07/1738906488-6bd8407bf6d5ceee8602e3fad4c3511f.jpg?w=1920&q=100)
কমিশনের কাছে স্বাস্থ্য সংস্কার প্রস্তাব হস্তান্তর করলো বিএনপি
অনলাইন ডেস্ক
![কমিশনের কাছে স্বাস্থ্য সংস্কার প্রস্তাব হস্তান্তর করলো বিএনপি](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/07/1738903752-834bfb34c430873bcbe148e423881315.jpg?w=1920&q=100)
স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের কাছে নিজেদের প্রস্তাব জমা দিয়েছে বিএনপি। দলটি মনে করে, একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকারই পারে এই সংস্কারের কাজ বাস্তবায়ন করতে। বৃহস্পতিবার বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকূল ইসলামের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল রাজধানীর মিন্টো রোডের শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে কমিশনের কার্যালয়ে গিয়ে এই প্রস্তাব জমা দেন। এর আগে তাঁরা কমিশনের সদস্যদের সঙ্গে সংক্ষিপ্ত আলোচনা করেন। লিখিত প্রস্তাবগুলো জমা দেওয়ার পর বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, যেকোনো ধরনের সংস্কার একটি চলমানপ্রক্রিয়া। একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকারই পারে এই সংস্কারের কাজ বাস্তবায়ন করতে। তিনি বলেন, আমরা প্রস্তাব জমা দিয়েছি এবং বলেছি, আপনারা শুধু বিএনপি নয়, স্বাস্থ্য নিয়ে কাজ করে এমন...
শুক্রবার বন্ধ থাকবে রাজধানীর যেসব মার্কেট
নিজস্ব প্রতিবেদক
![শুক্রবার বন্ধ থাকবে রাজধানীর যেসব মার্কেট](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/07/1738893437-84a0c3d6788043228dd6f284a4a3871b.jpg?w=1920&q=100)
প্রয়োজনে কেনাকাটা করতে হয়। এ জন্য আপনাকে মার্কেটে যেতে হবে। তবে যদি গিয়ে দেখেন মার্কেট বন্ধ, তখন কেমন লাগবে। যাওয়ার আগে জেনে নেওয়া উচিত কোন কোন এলাকায় আজ শুক্রবার (৭ ফেব্রুয়ারি) মার্কেট বন্ধ থাকবে। এ ছাড়াও দিনটি যদি হয় সাপ্তাহিক ছুটির। তাহলে অনেকেই চায় পরিবার নিয়ে কোথাও থেকে ঘুরে আসতে। ঢাকার ভিতর কিছু মিউজিয়াম, পার্ক আর বিনোদনকেন্দ্র রয়েছে, যেখানে ভিড় একটু বেশি থাকে। তবে যাওয়ার আগে জেনে নিতে হবে এসব বিনোদনকেন্দ্র খোলা আছে কি না। যেসব মার্কেট বন্ধ: আজিমপুর সুপার মার্কেট, গুলিস্তান হকার্স মার্কেট, ফরাশগঞ্জ টিম্বার মার্কেট, শ্যামবাজার পাইকারি দোকান, সামাদ সুপার মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট, দয়াগঞ্জ বাজার, ধূপখোলা মাঠ বাজার, চকবাজার, বাবুবাজার, নয়াবাজার, কাপ্তানবাজার, রাজধানী সুপার মার্কেট, দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট,...
এবার আজহারীর মাহফিল ঢাকায়, চলছে প্রস্তুতি
অনলাইন ডেস্ক
![এবার আজহারীর মাহফিল ঢাকায়, চলছে প্রস্তুতি](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/06/1738835100-c71ad9992bbe54f2d735fe4302298a6b.jpg?w=1920&q=100)
এবার রাজধানী ঢাকায় জনপ্রিয় ইসলামিক আলোচক ড. মিজানুর রহমান আজহারী তাফসির মাহফিলে অংশ নিতে যাচ্ছেন। আগামী ৮ ফেব্রুয়ারি ঢাকার নবাবগঞ্জের বারুয়াখালী মাহফিল ময়দানে তিনি প্রধান বক্তা হিসেবে তাফসির পেশ করবেন। এ উপলক্ষে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। জানা যায়, এ মাহফিল ঘিরে বিশাল প্রস্তুতি ও আয়োজন করেছে আয়োজকরা। বারুয়াখালী মাহফিল ময়দানে অনুষ্ঠিতব্য ২৮তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলে ড. মিজানুর রহমান আজহারীর পাশাপাশি প্রধান অতিথি থাকবেন খন্দকার আবু আশফাক ও সভাপতিত্ব করবেন মো. শাহজাহান শিকদার। মাহফিলের জন্য বিশাল মঞ্চ প্রস্তুত করা হয়েছে। বিশাল প্যান্ডেলের সামনে শ্রোতাদের জন্য বড় পরিসরে শামিয়ানা টানানো হয়েছে। এছাড়া, অজুখানা নির্মাণ করা হয়েছে প্রায় অর্ধ কিলোমিটার এলাকাজুড়ে, যাতে উপস্থিত ধর্মপ্রাণ মুসল্লিরা সুবিধা পান। দেশে...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর