ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঘন কুয়াশার কারণে মধ্যরাত থেকে সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৯টা পর্যন্ত ফ্লাইট চলাচল ব্যাহত হয়েছে। রানওয়ে ঝাপসা হয়ে যাওয়ায় ৩টি আন্তর্জাতিক ফ্লাইট ঢাকায় অবতরণ করতে না পেরে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে চলে যায়। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, কুয়েত সিটি ও মাস্কাট থেকে আসা কুয়েত এয়ারওয়েজ এবং সালাম এয়ারের ফ্লাইটগুলো কলকাতায় অবতরণ করে এবং পরে সকাল ৯টার পর ঢাকা ফিরে আসে। এ সময় আরও ১৬টি ফ্লাইট নির্ধারিত সময়ে ঢাকায় অবতরণ করতে পারেনি, যার মধ্যে ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিভিন্ন আন্তর্জাতিক রুটের ফ্লাইট। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, মধ্যরাতে কুয়েত সিটি থেকে আসা কুয়েত এয়ারওয়েজের ২টি ফ্লাইট ও ওমানের মাস্কাট থেকে আসা সালাম এয়ারের ফ্লাইটটি ঢাকায় নামতে না পেরে কলকাতায় চলে যায়।...
ঘন কুয়াশায় ঢাকায় নামতে না পেরে ফ্লাইট গেল কলকাতা
অনলাইন ডেস্ক
আজ সরস্বতী পূজা
রাজধানীসহ সারা দেশে সোমবার (৩ ফেব্রুযঅীল) সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা অনুষ্ঠিত হচ্ছে। প্রতি বছর মাঘের শুক্লা পঞ্চমী তিথিতে হয় বাগদেবীর এই আরাধনা। আজকের পঞ্চমী তিথিতে অগণিত ভক্ত বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠার্থী দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন। এজন্য ভক্তরা, বিশেষ করে শিক্ষার্থীরা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও মন্দিরে মন্দিরে সরস্বতী পূজার আয়োজন করে থাকেন। রোববার (২ ফেব্রুিয়ারি) সকাল ৯টা ৪৪ মিনিটে শুক্ল পক্ষের পঞ্চমী তিথি শুরু হয়েছে। সোমবার সকাল ১০টা ২৭ মিনিটে এ তিথি শেষ হবে। ইতোমধ্যে পূজার আয়োজন সম্পন্ন হয়েছে। রাজধানী ঢাকায় বিভিন্ন মণ্ডপ, মন্দির ও শিক্ষাপ্রতিষ্ঠানে পূজার আয়োজন হলেও সরস্বতী পূজার প্রধান কেন্দ্র হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল মাঠ। বিস্তীর্ণ এই মাঠ জুড়ে সরস্বতী পূজা চমৎকার এক উৎসবে...
তালিকার বাইরে লাখো জন, তবু বাড়ছে না সময়
অনলাইন ডেস্ক
ভোটার তালিকা হালনাগাদের জন্য বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) শেষ হচ্ছে। দুদিন পর ছবি তোলা, আঙুলের ছাপ ও চোখের আইরিশের প্রতিচ্ছবি নেওয়ার কাজ শুরু হবে। জানা গেছে, এখনো কয়েক লাখ মানুষ আবেদনের বাইরে রয়েছেন। যাদের বড় একটা অংশ জন্ম নিবন্ধনে জটিলতাসহ নানা কারণে আবেদন করতে পারেননি। কিন্তু তাদের জন্য তথ্য সংগ্রহের সময় বাড়াবে না বলে জানিয়েছে কমিশন। ইসির নির্বাচন সহায়তা শাখার কর্মকর্তারা জানিয়েছেন, শনিবার (১ ফেব্রুয়ারি) পর্যন্ত রাজধানীসহ সারাদেশের ৩৩ লাখ মানুষ পর্যন্ত ভোটার হতে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছেন। সোমবার পর্যন্ত যারা ভোটার হতে ফরম পূরণ করবেন আগামী ৫ ফেব্রুয়ারি থেকে ১১ এপ্রিল পর্যন্ত তারা ছবি তুলে ভোটার হবেন। জানা গেছে, এবার নতুন ৬২ লাখ ভোটার নিবন্ধনের লক্ষ্যমাত্রা ছিল। কিন্তু লক্ষ্যমাত্রার অর্ধেকের কিছু বেশি...
আম বয়ানে শুরু ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ
অনলাইন ডেস্ক
টঙ্গীর তুরাগ নদের তীরে শুরু হয়েছে ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ। সোমবার (৩ ফেব্রুয়ারি) বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে দ্বিতীয় ধাপের আনুষ্ঠানিকতা শুরু হয়। তাবলীগ জামাত বাংলাদেশের শুরায়ী নেজাম মিডিয়া সমন্বয়ক, হাবিবুল্লাহ রায়হান সংবাদমাধ্যকে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, রোববার (২ ফেব্রুয়ারি) আখেরি মোনাজাতের মাধ্যমে ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ শেষ হয়। হাবিবুল্লাহ রায়হান জানান, মাঠ এখন দ্বিতীয় ধাপে অংশগ্রহণকারীদের জন্য পুরোপুরি প্রস্তুত। এই ধাপে অংশগ্রহণ করছেন- যাত্রাবাড়ী, কেরানীগঞ্জ, মোহাম্মাদপুর, মুন্সিগঞ্জ, জামালপুর, মানিকগঞ্জ, জয়পুরহাট, সিলেট, সিরাজগঞ্জ, মেহেরপুর, টাংগাইল, পাবনা, নরসিংদী, সাভার, কিশোরগঞ্জ, কক্সবাজার, নোয়াখালী, গোপালগঞ্জ, ঝালকাঠি, বরগুনা, মাদারীপুর, শরীয়তপুর,খাগড়াছড়ি, রাঙ্গামাটি, নওগাঁ ও বান্দরবন...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর