ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্যকে স্বাগত জনিয়েছে বিএনপি। সোমবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে গিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ স্বাগত জানান। মির্জা আব্বাস বলেন, আশা করি, অন্তর্বর্তী সরকার সুষ্ঠু নির্বাচন দিয়ে জনগণের হাতে ক্ষমতা হস্তান্তর করবে। তিনি বলেন, ফ্যাসিস্ট হাসিনার পতনের পর জনগণের চাওয়া একটি সুষ্ঠু নির্বাচন এবং গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা। তাই অতিদ্রুত সংস্কারের কাজ সম্পন্ন করে নির্বাচনের মাধ্যমে জনগণকে একটি গণতান্ত্রিক সরকার উপহার দিতে হবে। এর আগে মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান...
নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যকে স্বাগত জানালো বিএনপি
নিজস্ব প্রতিবেদক
বিজয় দিবসে ঐক্য ও সংস্কারের আহ্বান জানিয়ে যা বললেন তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক
বিজয় দিবস উপলক্ষে দেওয়া এক বার্তায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফ্যাসিবাদমুক্ত পরিবেশে দিনটি উদযাপনের আহ্বান জানিয়েছেন এবং প্রকৃত গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য সংস্কারের তাগিদ দিয়েছেন। আজ সোমাবর নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি লিখেন, ফ্যাসিবাদমুক্ত পরিবেশে উদযাপিত এই বিজয় দিবস অবশ্যই আরও আনন্দময়, গৌরবময় এবং তাৎপর্যপূর্ণ। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে বিজয় দিবস এবং স্বাধীনতা দিবস জনগণের কল্যাণে রাষ্ট্র ও সরকারের অধিকতর অঙ্গীকারের প্রতীক হবে। তারেক রহমান ঐক্য এবং কাঠামোগত সংস্কারের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে আত্মতুষ্টির বিপদ সম্পর্কে সতর্ক করেন। তিনি বলেন, এই ঐক্যকে কাজে লাগিয়ে আমাদের এমন একটি বাংলাদেশ গড়তে হবে, যা হবে বৈষম্য ও বিভেদমুক্ত। তিনি আরও যোগ করেন, টেকসই জাতীয় ঐক্যের জন্য জনগণের...
জনগণ দায়িত্ব দিলে দেশ আর বিক্রি হবে না: জামায়াত আমির
অনলাইন ডেস্ক
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণ তার দলকে দেশ পরিচালনার দায়িত্ব দিলে দেশ আর বিক্রি হবে না। মহান বিজয় দিবস উপলক্ষে সোমবার (১৬ ডিসেম্বর) রাজধানীর বিজয়নগরে আয়োজিত এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন। শেখ হাসিনা ও তার পরিবারকে ইঙ্গিত করে ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, একটি পরিবার স্বাধীনতার ক্রেডিট হাইজ্যাক করে বাংলার আপামর জনতাকে স্বাধীনতাবিরোধী হিসেবে উপস্থাপন করেছিল। তিনি বলেন, বাংলাদেশ স্বাধীন হয়েছিল ১৯৭১ সালে, কিন্তু শোষণ থেকে মুক্তি পেতে অপেক্ষা করতে হয়েছে ২০২৪ সাল পর্যন্ত। এই ২৪-এর স্বাধীনতা যেন কেউ হাইজ্যাক করতে না পারে, এজন্য ১৮ কোটি মানুষকে পাহারা দিতে হবে। নির্বাচন কমিশন ও সরকারের ভূমিকা প্রসঙ্গে জামায়াত আমির বলেন, প্রত্যেক নাগরিককে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার দায়িত্ব সরকারের। সর্বোচ্চ নিরপেক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে...
ধারণা নয় সুনির্দিষ্ট তারিখ চায় মানুষ: মির্জা আব্বাস
নিজস্ব প্রতিবেদক
যুগ যুগ ধরে সংস্কার চলতে পারে না উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ধারণা নয় সুনির্দিষ্ট তারিখ চায় মানুষ। নির্বাচনের দিকনির্দেশনা নিয়ে জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার ভাষণের প্রতিক্রিয়ায় একথা বলেন তিনি। সোমবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর শেরেবাংলানগরে জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে বিএনপি নেতারা এসব কথা বলেন। প্রধান উপদেষ্টার নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানিয়ে তিনি বলেন, প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে যথার্থ বক্তব্য দিয়েছেন। তবে যুগ যুগ ধরে সংস্কার চলতে পারে না। কোন ধারণা নয়, নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ চায় মানুষ। সেখানে উপস্থিত বিএনপি নেতারা বলেন, মানুষ এক স্বৈরাচার থেকে মুক্তির জন্য লড়াই করেছে, নতুন কোন স্বৈরাচারের উত্থানের জন্য নয়। নির্বাচিত সরকার না আসা পর্যন্ত দেশের কোন...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর