রাজধানীতে যাত্রীবাহী বাসে মাদকদ্রব্য পরিবহনের অভিযোগে ৪ হাজার পিস ইয়াবাসহ বাসের চালক ও হেলপারকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের ডিবি গুলশান বিভাগ।সায়েদাবাদের জনপথ মোড় এলাকায় অভিযান পরিচালনা করে শুক্রবার (১০ জানুয়ারি) সকাল ৯টায় তাদের গ্রেপ্তার করে ডিবি গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট জোনাল টিম। ঢাকা মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) মুহাম্মদ তালেবুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃতরা হলেন- বাসের চালক মো. জাকির হোসেন (৪৫) ও বাসের হেলপার মো. শাহিন চৌকিদার (৩০)। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ৪ হাজার পিস ইয়াবা ও ইয়াবা পরিবহনে ব্যবহৃত বাসটি জব্দ করা হয়। ডিবি সূত্রে জানা যায়, শুক্রবার সকালে রাজধানীতে মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনাকালে ডিবি-গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট জোনাল...
যাত্রীবাহী বাসে মাদকদ্রব্য পরিবহন, ইয়াবাসহ চালক-হেলপার গ্রেপ্তার
অনলাইন ডেস্ক
ক্র্যাবের সভাপতি তমাল, সাধারণ সম্পাদক বাদশা নির্বাচিত
অনলাইন ডেস্ক
বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ প্রতিদিনের মির্জা মেহেদী তমাল ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাংলা টিভির এম এম বাদশা। শুক্রবার (১০ জানুয়ারি) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে দিনভর ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় নবনির্বাচিতদের নাম ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যানের সিনিয়র সাংবাদিক আবু তাহের। ক্র্যাবের সিনিয়র সদস্য আহমদ আতিক ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব। নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক ও অন্যান্য পদে মোট প্রার্থীর সংখ্যা ছিল ২৫ জন। সভাপতি পদে ১২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ প্রতিদিনের মির্জা মেহেদী তমাল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী যুগান্তরের মাহবুব আলম লাবলু পেয়েছেন ৯৫ ভোট। এছাড়া দেশ...
শরীয়তপুর সাংবাদিক সমিতি ঢাকার কমিটি গঠিত
নিজস্ব প্রতিবেদক
শরীয়তপুর সাংবাদিক সমিতি, ঢাকার (২০২৫-২০২৬) মেয়াদে কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন হাবিবুর রহমান পলাশ (দেশ রূপান্তর) ও সাধারণ সম্পাদক ওবায়দুল্লাহ মামুন (বাংলাভিশন)। শুক্রবার রাজধানীর পল্টনস্থ ইকোনমিক রিপোর্টার্স ফোরাম-ইআরএফের কার্যালয়ে সমিতির সদস্যদের প্রত্যক্ষ ভোটে নতুন নেতৃত্বে নির্বাচিত হয়। হাবিবুর রহমান পলাশ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চ্যানেল আইয়ের রাজু আলিমকে হারিয়ে সভাপতি ও ওবায়দুল্লাহ মামুন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মহিউদ্দিন তুষারকে হারিয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। শরীয়তপুর সাংবাদিক সমিতির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি মনির হোসেন (নয়া দিগন্ত), শাহাদাত হোসেন শাহীন (গণমুক্তি), ফেরদৌস রহমান রূপক (গণমুক্তি), বোরহান উদ্দিন (অর্থকণ্ঠ), মো. খলিলুর রহমান ( জনকন্ঠ) ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাহবুব হোসেন (ডেইলি সান), মোয়াজ্জেম...
উত্তরা পূর্ব থানার ওসি প্রত্যাহার
অনলাইন ডেস্ক
রাজধানীর উত্তরা পূর্ব থানার ওসি মহিবুল্লাহকে প্রত্যাহার করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। উত্তরা পূর্ব থানা থেকে হত্যা মামলার আসামি সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম পালিয়ে যাওয়ার ঘটনায় তাকে প্রত্যাহার করা হয়েছে। ডিএমপির কমিশনার শেখ মো. সাজ্জাত আলী শুক্রবার (১০ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে এ ঘটনায় এএসই সাজ্জাদকে সাময়িক বরখাস্ত করা হয়। ডিএমপি কমিশনার বলেন, এই ঘটনায় দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাদেরকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্ত কমিটিতে রয়েছে এসি উত্তরা এবং উত্তরা পশ্চিম থানার ওসি। এ ছাড়া সাবেক ওসি শাহ আলম পালানোর ঘটনায় ডিএমপির পক্ষ থেকে রেড এলার্ট জারি করা হয়। পালানোর অভিযোগে শাহ আলমের নামে মামলাও করেছে পুলিশ। আরও পড়ুন হেলসের সঙ্গে ঝামেলায়...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর