আল নাসর ধুঁকলেও পারফরম্যান্স ধরে রেখেছেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। সৌদি আরব প্রো লিগে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাতে আল ওখদুদকে ৩-১ গোলে হারিয়েছে তার দল। ম্যাচের ৬ষ্ঠ মিনিটে আল ওখদুদ এগিয়ে যায়। স্যাভিয়র গাডউইন তাদের এগিয়ে নেন। সমতায় ফিরতে আল নাসর অবশ্য খুব বেশি সময় নেয়নি। ২৯তম মিনিটে তাদের সমতায় ফেরান সাদও মানে। সতীর্থের হেডে প্রথম প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর ফিরতি শটে জাল খুঁজে নেন সাবেক এই লিভারপুল তারকা। ৪২তম মিনিটে গোল করেন রোনালদো। বক্সে মানে ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সফল স্পট কিকে আসরের প্রথম গোল করলেন পর্তুগিজ তারকা। বিরতির পর হেডে গোল করেন মানে। এ জয়ে ১৪ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে অবস্থান করছে আল নাসর। এক ম্যাচ কম খেলে ৩৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আল ইত্তিহাদ। সমান ম্যাচে ২ পয়েন্ট কম নিয়ে আল-হিলাল...
নতুন বছরে মাঠে নেমেই গোল রোনালদোর
অনলাইন ডেস্ক
কিছু লোক হয়তো ভালো হতে দিচ্ছে না: সাব্বির
অনলাইন ডেস্ক
শৃঙ্খলা ভঙ্গের শাস্তি হিসেবে ব্যাটার সাবির রহমানকে ম্যাচ না খেলানোর কথা জানিয়েছিলেন ঢাকা ক্যাপিটালের কোচ খালেদ মাহমুদ সুজন। সাব্বির টিম ম্যানেজমেন্টকে না জানিয়েই অনুশীলনে অনুপস্থিত থেকেছিলেন বলে গণমাধ্যমকে জানিয়েছিলেন সুজন। এ বিষয়ে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) গণমাধ্যমের মুখোমুখি হন সাব্বির রহমান। সাব্বির বলেন, কোচের সঙ্গে কথা হয়েছিল আমার। কোচকে বলেছিলাম যে আমার পারিবারিক ইস্যু আছে। তিনি হয়তো বুঝতে পারেননি। আমার মনে হয় দলের ভেতরের কথাগুলো সংবাদমাধ্যমে না বলাই ভালো। মাঠে ও মাঠের বাইরে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ সাব্বিরে বিরুদ্ধে নতুন নয়। তিনিও মানেন সেটা। তবে বলেছেন, তিনি সব সময়ই চেষ্টা করেন নিজেকে শোধরাতে, কিন্তু কিছু মানুষ তাঁর পেছনে লেগে থাকে, ছোট থেকেই এসব সামলে আসছি, বড় হয়ে নিজেকে কীভাবে সামলাব। তবু সাব্বির রহমানের কিছু হলেই শৃঙ্খলার কথা...
হারল মায়োর্কা, চিরপ্রতিদ্বন্দ্বী বার্সা-রিয়ালের ফাইনাল
অনলাইন ডেস্ক
স্প্যানিশ সুপার কাপের ফাইনালের ওঠার লড়াইয়ে হেরেছে মায়োর্কা। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাতে ৩-০ গোলে জিতে ফাইনাল নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। ফলে চার দলের এই টুর্নামেন্ট ফাইনালে লড়বে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল ও বার্সেলোনা। অবশ্য আগে রাতেই ফাইনাল নিশ্চিত করে বার্সা। রোববার (১২ জানুয়ারি) মাঠে গড়াবে ট্রফির জেতার চূড়ান্ত ম্যাচটি। মায়োর্কা তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ হওয়ায় জয় তুলে নিতে বেশি ঘাম ঝরাতে হয়নি রিয়ালকে। তবে প্রথমার্ধে বেশ শক্ত প্রতিরোধ গড়ে তুলেছিল মায়ার্কো। বেশ কয়েকটি সুযোগ পেয়েও প্রথমার্ধে কোনো গোলের দেখা যায়নি রিয়াল। দ্বিতীয়ার্ধে আরো মরিয়া হয়ে ওঠে রিয়াল। তবে গোলের দেখা কিছুতেই মিলছিল না। ৬৩তম মিনিটে অপেক্ষার অবসান ঘটান বেলিংহ্যাম। ভিনিসিউসের কাটব্যাকে রদ্রিগোর হেড ফিরে আসে পোস্টে লেগে। ফিরতি বলে এমবাপ্পের বুলেট গতির শট ঠেকান...
হারের পর মেজাজ হারিয়ে যা করলেন তামিম
নিজস্ব প্রতিবেদক
ফরচুন বরিশালের বিপক্ষে অবিশ্বাস্য জয় পেয়েছে রংপুর রাইডার্স। শেষ ওভারে ৩০ রান তুলে রংপুরের জয় নিশ্চিত করে অধিনায়ক নুরুল হাসান সোহান। এদিকে ম্যাচে নাটকীয়ভাবে হারের পর ক্ষুব্ধ হতে দেখা গেছে বরিশালের অধিনায়ক তামিম ইকবালকে। তবে ঠিক কী কারণে তামিম ক্ষুব্ধ ছিলেন তা জানা যায়নি। ম্যাচ শেষে তামিমকে রংপুরের ড্রেসিংরুমে থাকা কারও সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় করতে দেখা যায়। এ সময় তার দিকে তেড়েও যান বরিশালের অধিনায়ক। রংপুরের অধিনায়ক সোহানও তাকে থামাতে ছুটে যান। শেষ পর্যন্ত বরিশালের একজন টিম ডিরেক্টর তামিমকে টেনে সেখান থেকে সরিয়ে নেন। যদিও বিষয়টিকে স্বাভাবিক বলছেন বরিশালের ব্যাটিং কোচ নাফিস ইকবাল। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ম্যাচ হারলে এধরনের ইমোশনটা থাকে, সিরিয়াস কোনো কিছু না। news24bd.tv/নাহিদ...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর