যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস শহরে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। এ পর্যন্ত পাঁচজনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। আগুনে পুড়ে ধ্বংস হচ্ছে রাস্তার পাশে থাকা বিলাসবহুল বাড়ি-ঘর ও গাড়ি। এ দাবানলে ইতিমধ্যে ৫০ বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। লস অ্যাঞ্জেলেস কাউন্টির শেরিফ রবার্ট লুনা দাবানলের ভয়াবহতা তুলে ধরে বলেছেন, মনে হচ্ছে এই এলাকাগুলোয় একটি পারমাণবিক বোমা ফেলা হয়েছে। তিনি আরও জানান, ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছানো এখনো অনিরাপদ হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। ব্লুমবার্গের একটি প্রতিবেদন অনুযায়ী, দাবানল থেকে আনুমানিক ৫৭০০ কোটি মার্কিন ডলারের ক্ষতি হতে পারে। এটি মার্কিন ইতিহাসে অন্যতম বড় অর্থনৈতিক বিপর্যয় হিসেবে বিবেচিত হতে পারে। ফায়ার সার্ভিস জানিয়েছে, ছয়টি আলাদা দাবানল ছড়িয়ে পড়েছে, যার...
‘মনে হচ্ছে পারমাণবিক বোমা ফেলা হয়েছে’
অনলাইন ডেস্ক
দাবানলের জন্য বাইডেনকে দুষলেন ট্রাম্প
অনলাইন ডেস্ক
কয়েকদিন ধরে ইতিহাসের ভয়াবহ দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম শহর ক্যালিফোর্নিয়ার লসএঞ্জেলেস। দাবানলের তীব্রতা এত বেশি যে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এদিকে সেই দাবানল নিয়েবিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন ও ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাটিক দলীয় গভর্নর গ্যাভিন নিউসমকে দোষারোপ করছেনযুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মূলত এই দাবানল নিয়ে বাইডেন ও ক্যালিফোর্নিয়ার গভর্নরের সঙ্গে রাজনৈতিক দ্বন্দ্বে জড়িয়ে পড়েছেন ট্রাম্প। একইসঙ্গে পানি সংকটের জন্য ক্যালিফোর্নিয়া প্রশাসনের প্রতি তীব্র ক্ষোভও প্রকাশ করেছেন এই রিপাবলিকান নেতা। বৃহস্পতিআর (৯ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনবিসি নিউজ। মূলত গত কয়েকদিন ধরে ইতিহাসের ভয়াবহ দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম এই শহরটি। আলাদা ছয়টি...
চীনে ডরমিটরি থেকে শিক্ষার্থীর লাশ উদ্ধার, সহিংস বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি শহরে শিক্ষা প্রতিষ্ঠানের ডরমিটরি থেকে একজন শিক্ষার্থীর লাশ উদ্ধারের পর ওই শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। ক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। পুলিশ কর্মকর্তারাও প্রতিবাদকারীদের মারধর করে। দেশটির শানজি প্রদেশের পুচেং এলাকায় এ ঘটনা ঘটে। সূত্র: বিবিসি চীনা কর্তৃপক্ষ জানিয়েছে, ওই কিশোর গত ২ জানুয়ারি তার স্কুলের ডরমিটরিতে এক দুর্ঘটনায় পড়ে মারা যায়। কিন্তু তার মৃত্যুর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ ছড়িয়ে পড়ে যে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। এরপর বিক্ষোভ শুরু হয় এবং কয়েক দিন ধরে চলতে থাকে, যা এই সপ্তাহের শুরুতে শান্ত হয় বলে মনে করা হচ্ছে। বিবিসি এখন পর্যন্ত পুচেংয়ে নতুন কোনো বিক্ষোভের প্রমাণ পায়নি। চীনে জনসাধারণের বিক্ষোভ নতুন কিছু নয়। তবে ২০২২ সালের কোভিড নীতির বিরুদ্ধে হওয়া বিরল হোয়াইট...
টিউলিপের বিকল্প নিয়ে ভাবছে লেবার পার্টি
টিউলিপ সিদ্দিককে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে তার দল লেবার পার্টি। বর্তমানে সিটি মিনিস্টার হিসেবে দায়িত্বরত টিউলিপ সিদ্দিককে তার পদ থেকে সরিয়ে দিলে কারা সেই পদে দায়িত্ব নিতে পারেন সে রকম একটা তালিকাও প্রস্তুত করা হয়েছে বলে জানা গেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টাইমস তাদের এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের ঘনিষ্ঠ সহযোগীরা একটি সম্ভাব্য পরিস্থিতি নিয়ে ভাবছেন যেখানে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক পদত্যাগ করলে তার স্থলাভিষিক্ত কে হতে পারেন। সূত্র বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, টিউলিপের বিরুদ্ধে ফ্ল্যাট নিয়ে ওঠা অভিযোগ এবং তার খালা শেখ হাসিনার মাধ্যমে বাংলাদেশের সঙ্গে তার সম্পর্কের বিষয়টি সামনে আসার পরই এই আলোচনা শুরু হয়। তবে ব্রিটিশ প্রধানমন্ত্রী কার্যালয়ের একজন...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর