গোপালগঞ্জের মুকসুদপুরে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে দুই ঘণ্টাব্যাপী ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ইট-পাটকেল ছোড়াছুড়িতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এসময় বেশ কিছু দোকানপাট ভাঙচুর করা হয়। আজ শুক্রবার (১০জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শুরু হওয়া ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ইট-পাটকেল নিক্ষেপ রাত ৯টা পর্যন্ত চলে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে। মুকসুদপুর থানার ওসি (তদন্ত) শীতল চন্দ্র পাল জানান, মুকসুদপুরে কিছুদিন ধরেই এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম ও নির্বাহী কমিটির সহ-আইন বিষয়ক সম্পাদক সৈয়দ জয়নুল আবেদীন মেসবাহ সমর্থকের দ্বন্দ্ব চলে আসছিল। শুক্রবার সন্ধ্যার দিকে সৈয়দ জয়নুল আবেদীন মেসবাহ এর এক সমর্থক তার দেওয়া ক্যালেন্ডার বিতরণ...
গোপালগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩০
গোপালগঞ্জ প্রতিনিধি
পাটগ্রাম সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ, বিজিবি-বিএসএফের মধ্যে উত্তেজনা
লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রামে সীমান্তের শূন্য রেখার মধ্যে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাংলাদেশের বর্ডারগার্ডকে (বিজিবি) কোনো কিছু না জানিয়ে কাঁটাতারের বেড়া নির্মাণ করেছে। এ নিয়ে বিএসএফ ও বিজিবি সীমান্তে অতিরিক্ত সৈন্য মোতায়েন করায় উত্তেজনা দেখা দিয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) সকাল থেকে বাংলাদেশ-ভারত প্রধান পিলার ডিএমপি ৮ নম্বরের উপ-পিলার ৪৭ থেকে ৩৭ নম্বর সীমান্তের প্রায় অর্ধ কিলোমিটারের মধ্যে বিএসএফ ভারতীয় ৩০ থেকে ৩৫ জন নির্মাণ শ্রমিককে দিয়ে লোহার অ্যাঙ্গেল দিয়ে তৈরি খুঁটির মধ্যে প্রায় ৪ ফুট উঁচু কাঁটাতারের বেড়া স্থাপন করে। শূন্য রেখার দেড় শত গজের শেষ অংশে স্থানীয়রা এসব স্থাপন করতে দেখে বিজিবিকে খবর দেয়। ৫১ রংপুর বিজিবি ব্যাটালিয়নের পানবাড়ি ও দহগ্রাম ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বেড়া স্থাপনে বাধা দেয়। কিছু...
শেরপুরে সাজাপ্রাপ্ত ২ আসামি গ্রেপ্তার
শেরপুর প্রতিনিধি
শেরপুর সদর উপজেলার মনজুরুল ইসলাম হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২ আসামিকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। আজ শুক্রবার (১০ জানুয়ারি) ভোররাতে অভিযান চালিয়ে তাদের নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- সদর উপজেলার রৌহা ইউনিয়নের রৌহা চরপাড়া এলাকার মৃত আজগর আলীর ছেলে আজমত আলী (৪২) ও একই এলাকার নিজাম উদ্দিনের ছেলে ফজলুল হক ফজু (৫৬)। পুলিশ জানায়, মনজুরুল ইসলাম হত্যা মামলায় বিচারে সাক্ষ্য প্রমাণ ও যুক্তিতর্ক শেষে হত্যাকাণ্ডে সরাসরি সম্পৃক্ত থাকার অপরাধে আজমত আলী ও ফজলুল হককে যাবজ্জীবন সাজা দেয় আদালত। সাজাপ্রাপ্ত আসামিরা দীর্ঘদিন ধরে পলাতক ছিল। শুক্রবার ভোর সাড়ে তিনটার দিকে গোপন সূত্রের ভিত্তিতে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলমের নেতৃত্বে পুলিশের একটি চৌকস পুলিশ দল রৌহা চরপাড়া এলাকায় অভিযান চালায়। ওইসময় নিজ বাড়ি...
রাঙামাটিতে শুরু হয়েছে ২দিন ব্যাপী সোতোকান কারাতে
ফাতেমা জান্নাত মুমু, রাঙামাটি
রাঙামাটি জিমনেসিয়ামে অর্ধমাসব্যাপী তারুণ্যের উৎসবের অংশ হিসেবে শুরু হয়েছে চট্টগ্রাম বিভাগীয় সোতোকান কারাতে। শুক্রবার (১০ জানুয়ারি) সকাল ১০টায় সোতোকান কারাতে উদ্বোধন করেন রাঙামাটি জেলা প্রশাসক মো. হাবিব উল্লাহ। এসময় রাঙামাটির অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) মো. রুহুল আমীন ও রাঙামাটি জেলা পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন উপস্থিত ছিলেন। রাঙামাটিসহ মোট ৭টি জেলার (রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, চট্টগ্রাম, কক্সবাজার, চাঁদপুর ও নোয়াখালী) ৭০জন ছেলে ও ১০০জন মেয়ে শিক্ষার্থী অংশগ্রহণ করেন এই কারাতে। এসময় কারাতে পরিচালনা করেন রাঙামাটির দো অ্যাসোসিয়েশনের সভাপতি ছোটন চাকমা ও সাধারণ সম্পাদক যশস্বী চাকমা। রাঙামাটি জেলা প্রশাসক মো. হাবিব উল্লাহ বলেন, তরুণদের অংশগ্রহণের মধ্যে দিয়ে রাঙামাটিতে পালিত হচ্ছে তারুণ্যের উৎসব। ম্যারাথন, কারাতে, ক্রিকেট ও...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর