ড. ইউনূসের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের আলোচনায় কী প্রাধান্য পাবে? 

সংগৃহীত ছবি

ড. ইউনূসের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের আলোচনায় কী প্রাধান্য পাবে? 

অনলাইন ডেস্ক

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে এই সপ্তাহে আলোচনা শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। আগামী শনিবার ও রোববার রাজধানী ঢাকায় এ আলোচনা অনুষ্ঠিত হবে ।

আজ মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) ফাইন্যান্সিয়াল টাইমসের বরাত দিয়ে এক প্রতিবেদনে  রয়টার্স জানায়, মুলত অর্থনৈতিক বিষয় গুরুত্ব পাবে।  
আন্তর্জাতিক অর্থ বিষয়ক মার্কিন ট্রেজারি সেক্রেটারি সহকারী ব্রেন্ট নেইম্যান সংবাদমাধ্যমকে বলেছেন, "প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নের মাধ্যমে, বাংলাদেশ তার অর্থনৈতিক দুর্বলতা মোকাবেলা করতে পারবে বলে যুক্তরাষ্ট্র আশাবাদী।

"

ট্রেজারি, রাষ্ট্র ও বাণিজ্য কর্মকর্তাদের একটি প্রতিনিধিদল বাংলাদেশের রাজস্ব ও মুদ্রানীতি এবং এর আর্থিক ব্যবস্থার বর্তমান অবস্থা নিয়ে আলোচনা করবে বলে আশা করা হচ্ছে।  

এদিকে, বাংলাদেশের অর্থ মন্ত্রণালয় এবং ইউনূসের কার্যালয়ের কর্মকর্তারা বলেছেন, তারা এই সফর সম্পর্কে অবগত নন।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে জ্বালানি ও খাদ্য আমদানির মূল্য বৃদ্ধির পর থেকে বাংলাদেশের ৪৫০ বিলিয়ন ডলারের অর্থনীতি ধীর গতিতে চলছে। এর ফলে গত বছর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে ৪.৭ বিলিয়ন ডলারের সহযোগিতাও নিয়েছে বাংলাদেশ।

 সূত্র: রয়টার্স

news24bd.tv/এসএম