বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

গাজীপুর প্রতিনিধি

বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে গাজীপুরের ভার্গো এম এইচ লিমিটেড কারখানার শ্রমিকরা। এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হলে ভোগান্তিতে পড়ে যাত্রীরা।

আজ বুধবার বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে কারখানা শ্রমিকরা।

কারখানার শ্রমিকরা বলেন, গত পাঁচ মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে বিক্ষোভ চলমান থাকবে।

এর আগে আজ বুধবার সকালে বকেয়া বেতনের দাবিতে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এছাড়া সকালে গাজীপুরের আরও কয়েকটি কারখানায় শ্রমিক বিক্ষোভের খবর পাওয়া গেছে। বিক্ষোভ-আন্দোলনের জেরে ইতিমধ্যে জেলার পাঁচটি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে।

news24bd.tv/তৌহিদ