চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সহকারী প্রক্টরকে শারীরিকভাবে লাঞ্ছিত করা ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে ১১ ছাত্রীসহ ১২ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে চবি উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত বোর্ড অব রেসিডেন্স, হেলথ অ্যান্ড ডিসিপ্লিনারি কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। চবি প্রক্টর তানভীর মোহাম্মদ হায়দার আরিফ বিষয়টি নিশ্চিত করেছেন। চবি প্রশাসন জানিয়েছে, সহকারী প্রক্টর ও ফাইন্যান্স বিভাগের শিক্ষক ড. মোহাম্মদ কুরবান আলীকে লাঞ্ছনার অভিযোগে আইন বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী আফসানা এনায়েত এমিকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি তার সনদ বাতিলের সুপারিশ করা হয়েছে, যা পরবর্তী সিন্ডিকেট সভায় অনুমোদনের জন্য পাঠানো হবে। একই ঘটনায় আরও ৯ ছাত্রীকে দুই বছরের জন্য...
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১২ শিক্ষার্থী বহিষ্কার
অনলাইন ডেস্ক
![চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১২ শিক্ষার্থী বহিষ্কার](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/13/1739462900-c1c17af6fca53ab4fc6524e879113d4c.jpg?w=1920&q=100)
ড্যাফোডিল ইউনিভার্সিটিতে শুরু হচ্ছে ডিজিটাল স্টোরিটেলিং ফেস্টিভ্যালের দ্বিতীয় সিজন
অনলাইন ডেস্ক
![ড্যাফোডিল ইউনিভার্সিটিতে শুরু হচ্ছে ডিজিটাল স্টোরিটেলিং ফেস্টিভ্যালের দ্বিতীয় সিজন](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/13/1739462661-daa79432b242c16e82493597a4d8c41f.jpg?w=1920&q=100)
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের আয়োজনে শুরু হচ্ছে কমিউনিটির গল্প নিয়ে চলচ্চিত্র উৎসবের দ্বিতীয় আসর কমিউনিটি ডিজিটাল স্টোরিটেলিং ফেস্টিভ্যাল - সিডিএসটিএফের দ্বিতীয় সিজন। আগামী ১৭-১৮ ফেব্রুয়ারি দুই দিনব্যাপী এটি অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল কনফারেন্স হলে অনুষ্ঠিত হবে মূল আয়োজন। এবারের ফেস্টিভ্যালের থিম কোস্টাল লাইফ (উপকূলীয় জীবন), যেখানে বাংলাদেশের উপকূলীয় সম্প্রদায়ের মানুষের প্রতিকূলতা, সংস্কৃতি, সহনশীলতা ও জীবিকা নিয়ে আলোকপাত করা হবে। এছাড়া, ১৯ ফেব্রুয়ারি আয়োজনের বিশেষ পর্ব অনুষ্ঠিত হবে স্টার সিনেপ্লেক্স, সনি স্কয়ার, মিরপুর-১-এ, যেখানে থাকবে নির্বাচিত কনটেন্টের বিশেষ প্রদর্শনী। ১৮টি দেশ থেকে সব মিলিয়ে ১৫৩টি চলচ্চিত্র জমা পড়েছে। এই আয়োজনের মাধ্যমে বিশ্বজুড়ে উপকূলীয়...
১৩ বিশ্ববিদ্যালয়ের নাম পাল্টে প্রজ্ঞাপন জারি
অনলাইন ডেস্ক
![১৩ বিশ্ববিদ্যালয়ের নাম পাল্টে প্রজ্ঞাপন জারি](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/13/1739444720-01150caaccca4d9d2756323fe0c4d470.jpg?w=1920&q=100)
দেশ ছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে থাকা দেশের ১৩টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে গেজেট জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে অধ্যাদেশটি জনসাধারণের জ্ঞাতার্থে প্রকাশ করা হয়। গতকাল বুধবার অধ্যাদেশটি জারি আইন মন্ত্রণালয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে সই করে মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগ। অধ্যাদেশে বলা হয়েছে, যেহেতু একাধিক পাবলিক বিশ্ববিদ্যালয়ের নামকরণের জন্য একই ধরনের নাম ব্যবহারের কারণে বিভ্রান্তি সৃষ্টির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের পরিচিতি ও অবস্থান নির্ধারণের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়সংক্রান্ত আইন সংশোধন করা সমীচীন ও প্রয়োজনীয় এবং যেহেতু সংসদ ভেঙে যাওয়া অবস্থায় রহিয়াছে এবং রাষ্ট্রপতির কাছে এটি সন্তোষজনকভাবে প্রতীয়মান হইয়াছে, আশু ব্যবস্থা গ্রহণের...
ঢাবির ২ শিক্ষার্থী পেলেন আইইই-ইডিএস ফেলোশিপ
![ঢাবির ২ শিক্ষার্থী পেলেন আইইই-ইডিএস ফেলোশিপ](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/13/1739434369-0089dd702d97cbbec977515c4c70d40e.jpg?w=1920&q=100)
বাংলাদেশে প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দুই শিক্ষার্থী পেয়েছেন মর্যাদাপূর্ণ আইইই-ইডিএস ফেলোশিপ। বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলোজি অনুষদের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল (ইইই) বিভাগ থেকে ইয়াসিন আরাফাত প্রীতম এবং নাজমুল হাসান নাঈম আন্ডারগ্র্যাজুয়েট ও মাস্টার্সে এ ফেলোশিপ পেয়েছেন। ২০২৩ ও ২০২৪ সালের জন্য দুই শিক্ষার্থী IEEE Electron Devices Society (EDS) এর এ ফেলোশিপ পেয়েছেন বলে বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গত বুধবার (১২ ফ্রেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান দুই শিক্ষার্থীর হাতে এ সংক্রান্ত অ্যাওয়ার্ড তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলোজি অনুষদের ডিন অধ্যাপক ড. উপমা কবির ও ইইই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাইনুল হোসেন। ইয়াসিন এবং নাজমুল ২...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর