ওভারটাইম কাজের কর বাতিলের প্রতিশ্রুতি ট্রাম্পের

সংগৃহীত ছবি

ওভারটাইম কাজের কর বাতিলের প্রতিশ্রুতি ট্রাম্পের

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হলে অতিরিক্ত সময়ে কাজের উপর আরোপ করা সব কর বাতিল করার প্রতিশ্রুতি দিয়েছেন। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) অ্যারিজোনায় এক সমাবেশে এই প্রতিশ্রুতি দেন তিনি।  

বৃহস্পতিবার অ্যারিজোনার সমর্থকদের উদ্দেশ্যে ট্রাম্প বলেন, সপ্তাহে ৪০ ঘণ্টার বেশি কাজের উপর ট্যাক্স বাদ দেওয়ার পরিকল্পনা মানুষকে কাজ করার জন্য আরও বেশি উৎসাহ দেবে। অতিরিক্ত সময় কাজের উপর ট্যাক্স বাদ দিলে ব্যবসার জন্য নিয়োগ করা আরও সহজ হবে বলেও জানান তিনি।

সাবেক এই প্রেসিডেন্ট বলেন, “যারা ওভারটাইম কাজ করে তারা আমাদের দেশের সবচেয়ে কঠোর পরিশ্রমী নাগরিকদের মধ্যে একজন। এবং খুব দীর্ঘ সময় ধরে, ওয়াশিংটনে কেউ তাদের জন্য কাজ করছে না। ”

অবশ্য, ট্রাম্প তার সর্বশেষ ট্যাক্স পরিকল্পনা কীভাবে বাস্তবায়ন করবেন সে সম্পর্কে বিশদ বিবরণ দেননি।

উল্লেখ্য, ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সাথে প্রথম বিতর্কের পর এটি ট্রাম্পের প্রথম প্রচারণা সভা ছিল।

সুত্র: আল জাজিরা

news24bd.tv/এসএম