হ্যাটট্রিক জয়ে দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ নারী দলের

হ্যাটট্রিক জয়ে দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ নারী দলের

নিজস্ব প্রতিবেদক

দুই ম্যাচ বাকি থাকতেই শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ নিশ্চিত করলো বাংলাদেশের মেয়েরা। শ্রীলঙ্কা নারী ‘এ’ দলের বিপক্ষে টানা তিন জয়ে এ কৃতিত্ব দেখিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল।

আজ রোববার (১৫ সেপ্টেম্বর) সিংলিজ স্পোর্টস ক্লাব মাঠে সিরিজের তৃতীয় ম্যাচে স্বাগতিকদের ১০ রানে হারিয়েছে বাংলাদেশ নারী ‘এ’ দল।

অবশ্য টসে জিতে আগে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেটে মাত্র ৯৭ রান তুলতেই থামে বাংলাদেশের রানের চাকা।

দলের হয়ে সর্বোচ্চ ২১ বলে ২৬ রানের ইনিংস খেলেন দিলারা আক্তার। লঙ্কানদের হয়ে একাই ৪ উইকেট নেন মালশা।

সেই রান তাড়ায় নেমে শ্রীলঙ্কা নারী দলের অবস্থা ছিল আরও বেগতিক। ৮ উইকেট হারিয়ে মাত্র ৮৭ রান তুলতেই থামে স্বাগতিকরা।

সর্বোচ্চ ২৩ রান করেন নুথিয়াঙ্গা। মারুফা-নাহিদারা নেন দুটি করে উইকেট।

news24bd.tv/SHS