কেবিনে চিকিৎসা চলছে খালেদা জিয়ার, রাতে বসতে পারে মেডিকেল বোর্ড

কেবিনে চিকিৎসা চলছে খালেদা জিয়ার, রাতে বসতে পারে মেডিকেল বোর্ড

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বর্তমানে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধায়নে কেবিনে চিকিৎসাধীন আছেন।

আজ রোববার (১৫ সেপ্টেম্বর) খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, বেগম খালেদা জিয়া মেডিকেল বোর্ডের তত্ত্বাবধায়নে কেবিনে চিকিৎসাধীন আছেন। রাতে মেডিকেল বোর্ড বৈঠকে বসার কথা রয়েছে।

জানা গেছে, খালেদা জিয়ার শারীরিক অবস্থা ও তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার মতো ফিটনেস আছে কি-না, তা পর্যালোচনা করা হবে মেডিকেল বোর্ডের সভায়। একইসঙ্গে তাকে হাসপাতাল থেকে বাসায় যাওয়ার ছাড়পত্র দেওয়া বিষয়টিও আলোচনা হতে পারে।

এর আগে, গত ১১ সেপ্টেম্বর মধ্যরাতে খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। রাত ১টার দিকে বিএনপি চেয়ারপারসন গুলশানের বাসা থেকে প্রাইভেটকারে করে হাসপাতালের উদ্দেশে রওনা হন।

১টা ৩৫ মিনিটে হাসপাতালে পৌঁছানোর পর তাকে কেবিনে নিয়ে যাওয়া হয়।

হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুদারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ডের অধীনে তিনি চিকিৎসাধীন আছেন।

news24bd.tv/SHS