১৫ অক্টোবরের মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমার নির্দেশ

ফাইল ছবি

১৫ অক্টোবরের মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তার পদত্যাগের পর দায়ের হওয়া প্রথম হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমার নির্দেশ দিয়েছেন আদালত। আগামী ১৫ অক্টোবরের মধ্যে এ প্রতিবেদন জমার নির্দেশ দেওয়া হয়েছে।

আজ রোববার (১৫ সেপ্টেম্বর) তদন্ত প্রতিবেদন দিতে ব্যর্থ হন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মোক্তারুজ্জামান। পরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকি আল ফারাবী আগামী ১৫ অক্টোবর নতুন তারিখ নির্ধারণ করেন।

কোটা সংস্কার আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই রাজধানীর মোহাম্মদপুরে পুলিশের গুলিতে মুদি দোকানি আবু সায়েদ নিহত হন। শেখ হাসিনা পদত্যাগের পর তার নামে এ হত্যার দায়ে প্রথম মামলা দায়ের হয়।

এ মামলার অপর আসামিরা হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন, ডিবির সাবেক চেয়ারম্যান হারুন অর রশীদ, ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান ও ডিএমপির সাবেক যুগ্ম-কমিশনার বিপ্লব কুমার সরকার।

মোহাম্মদপুরের বাসিন্দা এস এম আমির হামজা শাতিল ১৩ আগস্ট ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে মামলাটি করেছিলেন।

উল্লেখ্য, শেখ হাসিনার বিরুদ্ধে বর্তমানে ১৭০টি মামলা চলমান আছে। এর মধ্যে ১৫৮টি হত্যা, ৭টি মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যা, তিনটি অপহরণ, ছয়টি হত্যাচেষ্টা এবং একটি মামলা করা হয়েছে বিএনপির মিছিলে হামলার অভিযোগে।

news24bd.tv/SHS