সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে বেসরকারি হাসপাতালে নেওয়ার অভিযোগের তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সাংবাদিকরা মামলা করেছেন। ডাক্তার মো. হাফিজুল্লাহসহ ৮ জনের নামে এ মামলা করা হয়। সোমবার (১১ মার্চ) রাতে ভুক্তভোগী সাংবাদিক মনিরুল ইসলাম মনির দেওয়া অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করে সদর থানা। এর আগে শনিবার (৮ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে সাতক্ষীরা শহরের ট্রমা সেন্টারে হামলার ঘটনা ঘটে। অভিযুক্ত ডাক্তার মো. হাফিজুল্লাহ সাতক্ষীরা মেডিকেল কলেজের অর্থোপেডিক সার্জারির কনসালটেন্ট এবং সাতক্ষীরা ট্রমা সেন্টারের পরিচালক। হামলা শিকার সাংবাদিক মনির ইসলাম মনি, বাংলাদেশ প্রতিদিন এবং নিউজ টোন্টিফোর টেলিভিশনের সাতক্ষীরা জেলা প্রতিনিধি। প্রত্যক্ষদর্শী আব্দুর রহমান কলেজের প্রভাষক আমিনুর রহমান বলেন, হঠাৎ দেখলাম, ডাক্তার মোহাম্মদ...
সাতক্ষীরায় সাংবাদিকের ওপর হামলার ঘটনায় চিকিৎসকসহ ৮ জনের নামে মামলা
সাতক্ষীরা প্রতিনিধি

গোপালগঞ্জে দিনে দুপুরে ঘরে ঢুকে যুবককে হত্যা করে ডাকাতি
গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় পল মজুমদার খোকন নামে এক ব্যক্তির বাড়িতে দিনে দুপুরে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা পল মজুমদারের ছেলে পিয়াস মজুমদারকে হাত-পা বেঁধে হত্যা করে টাকা পয়সা, স্বর্ণালংকার নিয়ে যায়। মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে উপজেলার কুশলা ইউনিয়নের লাকিরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে, পল মজুমদার খোকন একজন দন্তচিকিৎসক এবং তার স্ত্রী অনিতা বৈদ্য একজন নার্স। প্রতিদিনের মতো আজ মঙ্গলবার সকালে তারা দুজন কর্মস্থলে বেরিয়ে যান। দুপুরে পল মজুমদার বাড়িতে এসে তার ছেলে পিয়াস মজুমদার (২২)-কে হাত-পা বাঁধা অবস্থায় খাটের ওপর পড়ে থাকতে দেখতে পান। এ তার চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে এসে পিয়াস মজুমদারকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে ডাকাতরা পিয়াস মজুমদারের হাতপা বেঁধে টাকা পয়সা, স্বর্ণালংকার...
নওগাঁয় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল দম্পতির
অনলাইন ডেস্ক

নওগাঁয় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর। মঙ্গলবার (১১ মার্চ) দুপুর দেড়টার দিকে নওগাঁ বগুড়া বাইপাস সড়কের খলিশাকুড়ী নামক স্থানে এই ঘটনা ঘটে। নওগাঁ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, মোটরসাইকেলযোগে তারা দুজন (স্বামী-স্ত্রী) নওগাঁ শহরের দিকে আসছিলেন। বগুড়া বাইপাস সড়কের খলিশাকুড়ী নামক স্থানে পৌঁছালে বগুড়া অভিমুখী একটি ট্রাক তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুজন মারা যান। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের শনাক্তের চেষ্টা চলছে। news24bd.tv/এআর
সারাদেশে ইট উৎপাদন বন্ধের হুশিয়ারি
টাঙ্গাইল প্রতিনিধি

৭ দফার দাবি না মানলে আগামী ২৫ মার্চ থেকে পরবর্তী ১৫ দিন সারা দেশে ইট বিক্রি বন্ধ ঘোষণা করা হয়েছে। এরপরেও দাবি বাস্তবায়িত না হলে আগামী বছর থেকে দেশের সকল ইটভাটার ইট উৎপাদন বন্ধের হুশিয়ারি দেন সংগঠনের নেতারা। মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ থেকে এ ঘোষণা দেন বাংলাদেশ ইট প্রস্তুতকারি সমিতির সভাপতি ফিরোজ হায়দার খান। এর আগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলার বিভিন্ন স্থান থেকে ইট ভাটার মালিক ও শ্রমিকরা জেলা সদর এলাকায় জড়ো হয়। সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসক কাযালয়ে সমাবেশ করে। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করে বাংলাদেশ ইট প্রস্তুতকারির মালিক সমিতির নেতৃবৃন্দ। এদিকে সমাবেশে মালিক সমিতির নেতারা বলেন এই শিল্পের সাথে প্রায় ৫০ লাখ শ্রমিক কাজ করছে।...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর