'সাংবাদিকসহ জুলাই হত্যাকাণ্ডের উস্কানিদাতা কেউই রেহাই পাবে না'

'সাংবাদিকসহ জুলাই হত্যাকাণ্ডের উস্কানিদাতা কেউই রেহাই পাবে না'

নিজস্ব প্রতিবেদক

তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলা হোক সেটা সরকার চায় না। তবে যারা জুলাই হত্যাকাণ্ডে তাদের লেখনীর মাধ্যমে, তথ্য দিয়ে,  উস্কানি দিয়ে সহায়তা করেছে, জনমত তৈরি করেছে তারা সাংবাদিক, কবি, লেখক কিংবা শিল্পী পরিচয়ে হোক কেউ রেহাই পাবে না। আজ বুধবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে হওয়া হত্যা মামলাগুলো দ্রুততম সময়ে তদন্ত হবে।

যদি কেউ জড়িত না হয় তাহলে রেহাই পাবেন।

তথ্য উপদেষ্টা আরও বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে হওয়া মামলার কোনোটাই সরকার করে নি। কেউ যদি মনে করে মামলার মাধ্যমে অযথা হয়রানি হচ্ছেন সেটা তথ্য মন্ত্রণালয়কে জানাতে হবে বলেও জানান তিনি।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বলেন, ধীরে ধীরে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো হচ্ছে।

তবে এখনও অনেক পুলিশ কাজে যোগ না দেয়ায় কিছু সমস্যা রয়ে গেছে। তাদের মনোবল ফিরিয়ে এনে সংস্কার করতে কিছু সময় লাগবে। তাই দুই মাসের জন্য সেনাবাহিনীকে দায়িত্ব দেয়া হয়েছে।

এসময়  চলচ্চিত্রকর্মীদের আপত্তি থাকায় বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন অনুযায়ী চলচ্চিত্র সেন্সর বোর্ড বাদ দিয়ে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড হবে বলেও জানিয়েছেন তথ্য উপদেষ্টা।  

তিনি বলেন, 'সেন্সর' শব্দটি নিয়ে চলচ্চিত্র সংশ্লিষ্টদের মধ্যে আপত্তি থাকায় এই শব্দটির পরিবর্তে 'সার্টিফিকেশন' শব্দটি দেয়া হচ্ছে।  

news24bd.tv/TR