হাসপাতালের মেঝেতে পড়ে থাকা জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের এক শহীদের বাবার দুরবস্থায় ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এই ঘটনার বর্ণনা দেন। পাশাপাশি স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতি তিনটি সুনির্দিষ্ট দাবি উত্থাপন করেন। তাসনিম জারা তার পোস্টে লিখেছেন, শহীদ পরিবারের প্রতি সম্মান শুধু কথায় নয়, কাজে দেখাতে হবে। গতকাল একটা নিউজ দেখলাম, আবু সাঈদের বাবাকে হেলিকপ্টারে আনা হলো ঢাকা সিএমএইচে। অনেকেই এই খবরে সান্ত্বনা খুঁজে পেয়েছেন- শহীদের পরিবার রাষ্ট্রের কাছ থেকে তাদের প্রাপ্য সম্মান পাচ্ছে। কিন্তু একই দিনে আরেকটি অভিজ্ঞতা আমাকে বাস্তবতার আরেকটি রূঢ় চেহারা দেখাল। তিনি লিখেছেন, দুপুর ১২টায় একজন শহীদের বোন ফোন দিয়ে কান্নাজড়িত কণ্ঠে জানালেন, তার বাবা গুরুতর...
হাসপাতালের মেঝেতে জুলাই গণঅভ্যুত্থানে শহীদের বাবা: ডা. তাসনিম জারার তিন দফা দাবি
অনলাইন ডেস্ক
হাসনাতের রহস্যজনক পোস্ট, কাদের ইঙ্গিত করলেন?
অনলাইন ডেস্ক
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশ সরব বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। এবার তিনি আশঙ্কা প্রকাশ করে দিয়েছেন একটি পোস্ট। তবে সেই মন্তব্য ঠিক কাদের উদ্দেশে সেই বিষয়ে স্পষ্ট করে কিছু জানা যায়নি। গতকাল বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাতে দেওয়া নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া ওই পোস্টে হাসনাত লিখেছেন, মজলুম যেন আবার জালিম না হয়ে ওঠে। আরও পড়ুন বিনামূল্যে ৪৮ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, দৈনিক ভাতাও দেবে সরকার ১২ ডিসেম্বর, ২০২৪ পোস্টের সারমর্ম বুঝা না গেলেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত, ওই পোস্টে প্রতিক্রিয়া দেখিয়েছে ১ লাখ ১৬ হাজার মানুষ। মন্তব্য এসেছে প্রায় ৯ হাজার। পোস্টটি শেয়ার হয়েছে ১ হাজার ৭০০ বার। এদিকে, হাসনাতের ওই পোস্টের কমেন্ট বক্সে এইচ এম আনামুল ইসলাম নামের একজন লিখেছেন, সব সময় স্বৈরাচারের বিরুদ্ধে আমাদের...
আমি আমার আগের অবস্থানেই আছি: সোহেল তাজ
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ অভিযোগ করেছেন, কিছু সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে তার বিরুদ্ধে একটি মহল অপপ্রচার চালাচ্ছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে এ অভিযোগ করেন তিনি। সোহেল তাজ তার পোস্টে লিখেছেন, ফেইক নিউজ! কিছু সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে আমার উদৃতি দিয়ে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে- বলা হচ্ছে আমি ১৬ ডিসেম্বর রাজপথে আন্দোলনের ডাক দিয়েছি। এগুলো সব ফেইক নিউজ। আমি আমার আগের অবস্থানেই আছি। তিনি লিখেছেন, আমি লক্ষ্য করছি যে, একটা রাজনৈতিক দল তার কোনো ভুল-ত্রুটি নিয়ে অনুশোচনা তো দূরের কথা কোনো আত্মসমালোচনা বা আত্মউপলব্ধিও করছে না। এটা ভাল লক্ষণ না এবং কোনোদিনই সুফল আনবে না। বরং আরো ধ্বংস নিয়ে আসবে। তিনি আরো লিখেছেন, আপনারা যারা কমেন্ট করছেন যে আমি আমার নীতি এবং আদর্শ থেকে সরে গেছি- তাদের বলব, সেই...
মজলুম যেন আবার জালিম না হয়ে ওঠে: হাসনাত আবদুল্লাহ
অনলাইন ডেস্ক
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা ৯টা ৪৯ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে ইঙ্গতপূর্ণ একটি পোস্ট করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। পোস্টে তিনি লেখেন, মজলুম যেন আবার জালিম না হয়ে ওঠে। ওই পোস্টে এখন পর্যন্ত ৫৫ মানুষ রিঅ্যাকশন দিয়েছেন। হাসনাত আব্দুল্লাহ তার মন্তব্যের মাধ্যমে কার দিকে ইঙ্গিত করেছেন সে বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি এইচ এম আনামুল ইসলাম নামের একজন তার মন্তব্যে লিখেছেন, সব সময় স্বৈরাচারের বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে, সে যে কোনো দলেরই হোক না কেন। ইয়াসিন সোহাগ নামের একজন লিখেছেন, মজলুম কখনো জালিম হওয়ার সুযোগ পাবে না, যদি গণতন্ত্র ও ভোটাধিকার নিশ্চিত করা যায়। এ এইচ মাসুম বিল্লাহ লিখেছেন, জালিম তো হতেই হবে, না হলে নতুন করে মজলুমের সৃষ্টি হবে কী করে?...
সর্বশেষ
সর্বাধিক পঠিত