সরকারি কর্মকর্তাদের হিসাব দাখিলের নির্দেশ, ভুল তথ্য দিলে দণ্ড

জনপ্রশাসন সচিব মোখলেসুর রহমান

সরকারি কর্মকর্তাদের হিসাব দাখিলের নির্দেশ, ভুল তথ্য দিলে দণ্ড

নিজস্ব প্রতিবেদক

সরকারি কর্মকর্তা কর্মচারীদের আচরণবিধি ১৯৮৯ অনুযায়ী প্রতিবছর ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পদের হিসেব জমা দিতে হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন সচিব ড. মো. মোখলেস উর রহমান।

রোববার (২২ সেপ্টেম্বর) সচিবালয়ে এক ব্রিফিংয়ে সচিব বলেন, এবারেরটা জমা দিতে হবে ৩০ শে নভেম্বরের মধ্যে। সম্পদের বিবরণ সিলগালা খামে করে জমা দিতে হবে।

একইসাথে সম্পদের হিসেবে ভুল তথ্য দিলে বিধিমালা অনুযায়ী শাস্তি হবে বলে স্পষ্ট জানান জনপ্রশাসন সচিব।

কেউ যদি সম্পদের হিসেবে ভুল তথ্য দেয় তাহলে লঘুদণ্ডের মধ্যে প্রথমে তিরস্কার করা, চাকরির ক্ষেত্রে পদোন্নতি হবেনা, আর্থিক ক্ষতি আদায় করা। অবদমিত করা হবে।

গুরুদণ্ডের বিষয়ে সচিব জানান, সম্পদের বিবরণে ভুল তথ্য দিলে পদ থেকে নীচে নামিয়ে দেয়া, চাকরি থেকে বরখাস্ত, বাধ্যতামূলক অবসর কিংবা অপসারণও করা হবে।

news24bd.tv/FA