নিউইয়র্কে মোদির সঙ্গে বৈঠক জেলেনস্কির 

ফাইল ছবি

নিউইয়র্কে মোদির সঙ্গে বৈঠক জেলেনস্কির 

অনলাইন ডেস্ক

নিউইয়র্কে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের আবহে এই নিয়ে গত তিন মাসের মধ্যে জেলেনস্কির সঙ্গে তিন বার বৈঠক করলেন মোদি।  

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) নিউ ইয়র্কে এই তৃতীয় অনুষ্ঠিত হয়। বৈঠকে শান্তি ফেরাতে ভারত পূর্ণ সহযোগিতা করবে বলে জানান মোদি।

বৈঠক শেষে দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করতে একত্রে কাজ করার কথাও বলা হয়েছে দুই দেশের যৌথ বিবৃতিতে।  

জেলেনস্কির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পরে সমাজমাধ্যম এক্সে (সাবেক টুইটার) মোদি লেখেন, ‘নিউ ইয়র্কে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ হল। দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে গত মাসে ইউক্রেন সফরে আমাদের আলোচনায় যে বিষয়গুলি উঠে এসেছিল তা বাস্তবায়নে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। অস্ত্র ছেড়ে আলোচনার মাধ্যমে দীর্ঘস্থায়ী সমাধানের জন্য ভারত সব ধরনের সাহায্য করতে প্রস্তুত।

এই দ্বিপাক্ষিক বৈঠকে মোদি ইউক্রেনের প্রেসিডেন্টকে জানিয়েছেন, আলোচনার মাধ্যমে শান্তির পথে এগিয়ে যাওয়াই কাম্য। শান্তি ও স্থিতাবস্থা না থাকলে উন্নয়ন সম্ভব নয়। যুদ্ধ শেষ হবে কি না, সেটা সময় বলবে। তবে যুদ্ধ যাতে শেষ হয়, সে দিকেই প্রত্যেকের মনোনিবেশ করা উচিত বলেও জানিয়েছেন তিনি। সূত্র: আনন্দবাজার

news24bd.tv/এসএম

এই রকম আরও টপিক