ইসরায়েলি হামলায় নিহত হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার, মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের আশঙ্কা

ইসরায়েলি হামলায় নিহত হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার, মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের আশঙ্কা

অনলাইন ডেস্ক

ইসরায়েলি বিমান হামলায় বৈরুতে নিহত হয়েছেন হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার ইব্রাহিম কুবাইসি। উভয় পক্ষের মধ্যে গত কয়েকদিন ধরে চলা সীমান্ত-অতিক্রমকারী রকেট হামলায় মধ্যপ্রাচ্যে পূর্ণাঙ্গ যুদ্ধের আশঙ্কা বাড়ছে। এদিকে, লেবাননের মতে, শুধুমাত্র যুক্তরাষ্ট্রই এই সংঘাতের অবসানে সহায়তা করতে পারে।

বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে হিজবুল্লাহ নিশ্চিত করে, ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন কুবাইসি।

ইসরায়েলের দাবি, কুবাইসি হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র এবং রকেট বাহিনীর নেতৃত্ব দিতেন।

গত সোমবার সকাল থেকে ইসরায়েলি হামলায় লেবাননে ৫৬৯ জন নিহত হয়েছেন, যার মধ্যে রয়েছে ৫০ জন শিশু। এছাড়া আহত হয়েছেন আরও ১ হাজার ৮৩৫ জন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রী ফিরাস আবিয়াদ আল জাজিরা মুবাশের টিভিকে হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের এমন ভয়ঙ্কর আক্রমণের পর আশঙ্কা জেগেছে, গাজায় ইসরায়েল এবং ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের মধ্যে চলমান প্রায় এক বছরের সংঘাত আরও ব্যাপক আকার ধারণ করতে পারে এবং পুরো মধ্যপ্রাচ্য অস্থিতিশীল হয়ে উঠতে পারে।

চলমান এই সংঘাত নিয়ে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, ‘লেবানন ধ্বংসের কিনারায়। লেবাননের মানুষ, ইসরায়েলের মানুষ এবং পুরো বিশ্বের মানুষ আরেকটি গাজার মতো পরিস্থিতি সহ্য করতে পারবে না। ’

এদিকে, জাতিসংঘের সাধারণ অধিবেশন চলাকালীন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন শান্তির জন্য আহ্বান জানিয়ে বলেন, ‘পূর্ণাঙ্গ যুদ্ধ কারও স্বার্থে নয়। পরিস্থিতি জটিল হলেও কূটনৈতিক সমাধান এখনো সম্ভব। ’ 

তবে লেবাননের পররাষ্ট্রমন্ত্রী আবদাল্লাহ বু হাবিব বাইডেনের বক্তব্যকে ‘দুর্বল এবং আশান্বিত নয়’ বলে সমালোচনা করেন এবং বলেন, যুক্তরাষ্ট্রই একমাত্র দেশ যারা মধ্যপ্রাচ্যে এবং বিশেষত লেবাননের জন্য আসল পরিবর্তন আনতে পারে। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রই আমাদের পরিত্রাণের চাবিকাঠি। ’ 

এদিকে, ইসরায়েলের রকেট হামলার পর বৈরুতে হাজার হাজার বাস্তুচ্যুত মানুষ দক্ষিণ লেবানন থেকে পালিয়ে এসে স্কুল ও অন্যান্য স্থানে আশ্রয় নিচ্ছে।

news24bd.tv/SHS