সিগারেটে করারোপের সঙ্গে কর্পোরেট ট্যাক্স যুক্ত করার পরামর্শ

সিগারেটে করারোপের সঙ্গে কর্পোরেট ট্যাক্স যুক্ত করার পরামর্শ

নিজস্ব প্রতিবেদক

সিগারেটের ওপর কার্যকর করারোপের ব্যাপারে সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় দেখতে হবে। তবে কর আরোপের পাশাপাশি পণ্যটির ওপর এমনভাবে নির্ভরতা কমাতে হবে, যেন এর ব্যবহার কমে যায়।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর বাংলামোটরে বিশ্বসাহিত্য কেন্দ্রে সিগারেটে কার্যকর করারোপ শীর্ষক সেমিনারে এমন মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ-সিপিডি'র ফেলো ড. মোস্তাফিজুর রহমান।

গবেষণা প্রতিষ্ঠান উন্নয়ন সমন্বয় আয়োজিত সেমিনারে তিনি বলেন, দেশে সিগারেটের ওপর কর আরোপ প্রক্রিয়া এগিয়ে যাচ্ছে।

এই করারোপ বিশ্বের অন্যান্য দেশের মতো নির্দিষ্টকরণ করার পাশাপাশি করপোরেট ট্যাক্স বাড়ানের দিকেও মনোযোগ দেয়া যেতে পারে।

ড. মোস্তাফিজ পরামর্শ দেন, রাজস্ব প্রভাবের কথা বিবেচনায় নিয়ে ধীরে ধীরে সিগারেটের দাম এমন পর্যায়ে নিয়ে যেতে হবে যেন ব্যবহারকারীরা নিরুৎসাহিত হয়। পাশাপাশি সামাজিক ও অর্থনৈতিক দাবির প্রেক্ষিতে আন্দোলন করতে পারলে সিগারেটমুক্ত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে বলে মনে করেন সেমিনারে উপস্থিত অন্যান্য বক্তারা।

news24bd.tv/FA