জামিন পেলেন নাট্যনির্মাতা রিংকু

জামিন পেলেন নাট্যনির্মাতা রিংকু

নিজস্ব প্রতিবেদক

কোটা সংস্কার আন্দোলনের মধ্যে ঢাকার গুলশানে নাইমুর রহমান নামে এক শিক্ষার্থীকে হত্যার মামলায় জামিন পেয়েছেন ছোটপর্দার নির্মাতা রাফাত মজুমদার রিংকু। গতকাল বুধবার বিকেলে আদালত তার জামিন মঞ্জুর করেন।

গত ১৯ জুলাই গুলশানের শাহজাদপুর এলাকায় নাইমুর রহমান গুলিতে নিহত হন। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাসহ ৬৪ জনের বিরুদ্ধে মামলা করেন নাইমুরের বাবা খলিলুর রহমান।

আরও পড়ুন: মধ্যরাতে নির্মাতা রিংকু আটক

মামলায় অন্যদের মধ্যে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, সাবেক চিফ হুইফ নূরে আলম চৌধুরী লিটন, সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, সাবেক এমপি মজিবুর রহমান চৌধুরী নিক্সন এবং ডায়মন্ড ওয়ার্ল্ডের মালিক দিলীপ আগারওয়ালাসহ আরও অনেককে আসামি করা হয়েছে।

উল্লেখ্য, গত সোমবার মধ্যরাতে গুলশান থানা এলাকা তাকে গ্রেপ্তার করা হয়েছিল।

news24bd.tv/TR