জামালপুরের সরিষাবাড়ীতে ব্যাডমিন্টন খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পারভেজ মিয়া (১৬) নামে দশম শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার মহাদান ইউনিয়নের হিরণ্যবাড়ী এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত পারভেজ মিয়া মহাদান ইউনিয়নের শ্যামেরপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে এবং শিবপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র। স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, বন্ধুদের সঙ্গে ব্যাডমিন্টন খেলতে পারভেজ পাশের গ্রাম হিরণ্যবাড়ী যান। খেলার মাঠে আলো জ্বালানোর জন্য বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে যান তিনি। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন পারভেজ। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রবিউল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি শফিকুল...
ব্যাডমিন্টন খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু
অনলাইন ডেস্ক
সড়কে প্রাণ গেল শ্যালক-দুলাভাইয়ের
বগুড়া প্রতিনিধি
বগুড়ায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কায় দুলাভাই ও শ্যালক নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে সদর উপজেলার গোকুল বাজার এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো- বগুড়া শহরের গোয়ালগাড়ি এলাকার অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা নজরুল ইসলাম (৭০) এবং জয়পুরপাড়া এলাকার বাবুল ইসলাম(৫৭)। তাদের ইঞ্জিনিয়ার ফার্ম এবং বেকারির ব্যবসা রয়েছে। এসব তথ্য নিশ্চিত করে হাইওয়ে পুলিশ বগুড়ার কুন্দারহাট থানার (ওসি) মনোয়ারুজ্জামান জানান, বিকেলে প্রাইভেটকারযোগে বগুড়ার দিকে ফেরার পথে গোকুল বাজার এলাকায় তাদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তারা দুজন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে টিএমএসএস হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা...
ফরিদপুরে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ
ফরিদপুর প্রতিনিধি:
ফাতেমা-জিন্নাত ফাউন্ডেশনের উদ্যোগে ফরিদপুরে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকাল ৪টায় শহরের কমলাপুর তেতুলতলায় ১ হাজার অসহায় পরিবারের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক চৌধুরী নায়াব ইউসুফ। ফাতেমা জিন্নাত ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সভাপতি মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে ও ফাউন্ডেশনের দপ্তর সম্পাদক ইয়াসিন আলী খানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফাতেমা জিন্নাত ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আলী রেজওয়ান বিশ্বাস তরুণ। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক এ.এস.এম আলী আহসান, প্রফেসর মতিয়ার রহমান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তানভীর...
গাজীপুরে ঝুট গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট
অনলাইন ডেস্ক
গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় একটি ঝুট গুদামে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। মঙ্গলবার (২১ জানুয়ারি) রাত ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মহানগরীর কোনবাড়ীর আমবাগ এলাকায় রাত ৯টার দিকে একটি ঝুট গুদামের আগুন লাগে। খবর পেয়ে কোনাবাড়ী ফায়ার সার্ভিস ও ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করেছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা। news24bd.tv/নাহিদ শিউলী
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর