‘ত্রয়োদশ সংশোধনীতে সংবিধানের মৌলিক স্ট্রাকচার ধ্বংস হয়েছে’

বাংলাদেশ জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারী জেনারেল ও সাবেক সংসদ সদস্য এ.এইচ.এম হামিদুর রহমান আযাদ

‘ত্রয়োদশ সংশোধনীতে সংবিধানের মৌলিক স্ট্রাকচার ধ্বংস হয়েছে’

রাজবাড়ী প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারী জেনারেল ও সাবেক সংসদ সদস্য এ.এইচ.এম হামিদুর রহমান আযাদ বলেছেন, বর্তমান সংবিধান ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে যেভাবে কাটাছেঁড়া করে মৌলিক স্ট্রাকচার ধ্বংস করা হয়েছে।  

সেই জায়গা থেকে এই সংবিধানকে জাতির প্রত্যাশার আলোকে সংস্কারের প্রয়োজন বলে মনে করছেন তিনি।

আজ শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে রাজবাড়ী জেলা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

জামায়াতের জেষ্ঠ্য এ নেতা বলেন, একটি টেকসই সংস্কারের জন্য এই সরকারকে যৌক্তিক সময় দেওয়া প্রয়োজন।

তবে তার জন্য যেমন তাড়াহুড়ো করা যাবে না, তেমনি অতি বিলম্বও করা যাবে না। আমরা আশাবাদী এই সরকার নির্দিষ্ট সময়সীমার মধ্যেই কাজটি সু-সম্পন্ন করবেন। তারা একটি যৌক্তিক নির্বাচনের জন্য সুষ্ঠু সুন্দর পরিবেশ তৈরি করবে। সেই সাথে নির্বাচনের মাধ্যমে জনগণের নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের ব্যবস্থা করবেন।
 

তিনি আরও বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে আমাদের ওপর যথেষ্ট নির্যাতন-জুলুম হয়েছে। সকল প্রতিকূলতা মাড়িয়ে আমাদের কর্মীরা জনগণের সহযোগিতায় আল্লাহর সাহায্যের বদৌলতে যেভাবে এগিয়েছে রাজবাড়ী সেদিক দিয়ে পিছিয়ে নেই। রাজবাড়ীর মানুষের অধিকার পূরণে জেলা জামায়াতে ইসলামী ভুমিকা রাখবে বলে জানান তিনি।  

news24bd.tv/তৌহিদ