অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব সাংবাদিক শফিকুল আলম। সোমবার (৩০ সেপ্টেম্বর) ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূসের জাতিসংঘের সাধারণ অধিবেশনের সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্রুতই আরেক দফা সংলাপ হবে। তারপর কমিশন সংস্কারের কাজ শুরু হবে।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, বাংলাদেশের রাষ্ট্র মেরামতের কাজকে স্বাগত জানিয়েছেন বিশ্বনেতারা। বাংলাদেশের জনগণ ও রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নেবে কবে নির্বাচন হবে।
তিনি জানান, রাষ্ট্র মেরামতের কাজটি মহৎ কর্ম হিসেবে সম্পন্ন করতে চান ড. ইউনূস। সংসদ নির্বাচনে অংশ নেওয়ার কোনো ইচ্ছা নেই তার।