টাঙ্গাইলের করটিয়া বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনটি দোকান পুড়ে ছাই হয়েছে বলে জানিয়েছেন দোকান মালিকরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট অন্তত এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার রাত দশটার দিকে হঠাৎ স্থানীয়রা করোটিয়া বাজারের কয়েকটি দোকানে আগুন দেখতে পায়। এসময় স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেও ব্যর্থ হয়। খবর পেয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ইতোমধ্যে বাজারের তিনটি দোকার পুড়ে ছাই হয়ে যায়। টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক শফিকুল ইসলাম ভূঁইয়া বলেন, খবর পেয়ে চারটি ইউনিট নিয়ে দ্রুত ঘটনাস্থলে আসি। পরে তিনটি ইউনিটের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে চলে আসে। তবে কীভাবে আগুন লেগেছে সে বিষয়টি তদন্তপূর্বক জানা যাবে।...
টাঙ্গাইলে অগ্নিকাণ্ডে তিন দোকান পুড়ে ছাই
টাঙ্গাইল প্রতিনিধি
ফরিদপুরে সাবেক খাদ্য পরিচালকের জালিয়াতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের আলফাডাঙ্গায় খাদ্য মন্ত্রণালয়ের সাবেক পরিচালক এস এ কে আজাদের সীমাহীন জালিয়াতি ও দুর্নীতির প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন পৌরসভার সদ্য বিদায়ী মেয়র আলী আকসাদ ঝন্টু। মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে আলফাডাঙ্গা উপজেলার স্থানীয় একটি রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে এক লিখিত বক্তব্যে আলী আকসাদ ঝন্টু বলেন, আলফাডাঙ্গা উপজেলার পানাইল এলাকার বাসিন্দা এস এ কে আজাদ আমার স্ত্রীর নিকট দুইটা দলিল মূলে এক কোটি টাকায় ৩.৭৫ শতাংশ জমি বিক্রয় করেছেন। যা নগদ ২৫ লক্ষ টাকা পরিশোধ করি এবং বাকি ৭৫ লক্ষ টাকা তারিখ বিহীন আমার নিজ নামে পরিচালিত একটি চেক প্রদান করি। কথা ছিল, আমি নগদ টাকা পরিশোধ করে দিলে চেকটি ফেরত দিবেন। পরবর্তীতে আমি সমূদয় অর্থ পরিশোধ করে দিলেও সে আমাকে চেকটি ফেরত দিতে তালবাহানা করে। চেকটি তিনি সংশ্লিষ্ট ব্যাংকে জমা...
পুলিশ সুপার শাহজাহানের বিরুদ্ধে দুদকের মামলা
এক কোটি ৪০ লাখ ৪ হাজার ৯৫৮ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পুলিশ সুপার মো. শাহজাহানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন। পুলিশ সুপার মো. শাহজাহান বর্তমানে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত রয়েছেন বলে জানা গেছে। মামলার এজাহারে বলা হয়, আসামি শাহজাহান পাবলিক সার্ভেন্ট হিসেবে কর্মরত থেকে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে এক কোটি ৪০ লাখ ৪ হাজার টাকার জ্ঞাত আয় বহির্ভূত অর্জনপূর্বক ভোগদখলে রাখায় তার বিরুদ্ধে দুদক আইন, ২০০৪ এর ২৭(১) ধারা তৎসহ দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এর ৫(২) ধারায় একটি মামলা দায়ের হয়েছে। অবৈধ উপায়ে বিপুল সম্পদ অর্জনের অভিযোগে ২০২৩ সালে শাহজাহানের বিরুদ্ধে অনুসন্ধানে নামে দুদক। পরে গত বছরের ২৩ অক্টোবর তাকে দুদকে তলব করা হয়। মো....
ফরিদপুরের ভয়াবহ দুর্ঘটনাটি যেভাবে ঘটলো
অনলাইন ডেস্ক
কেবল কয়েক মুহূর্ত। সবকিছু উল্টেপাল্টে গেলো। আনন্দের ক্ষণের ওপর কালো পর্দা টাঙিয়ে নামলো হৃদয়ভাঙা বিষাদ। ঘটনাটি ঘটেছে ফরিদপুরে। বিয়ের জন্য কনে দেখতে যাচ্ছিলেন তারা। মাইক্রোবাসটিতে ছিলেন মোট ৭ জন। রাজবাড়ী-ভাঙ্গা রেলপথের হোসেনের দোকানের সামনে দুপুর ১২টার দিকে গাড়িটিকে ধাক্কা দেয় খুলনাগামী মধুমতী এক্সপ্রেস ট্রেন। এতে মারা যান পাঁচ জন। আহতদের মধ্যে দুইজনের অবস্থাও আশংকাজনক। প্রত্যক্ষদর্শীরা জানান, মধুমতী এক্সপ্রেস নামের ট্রেনটি খুলনা থেকে ফরিদপুর হয়ে ঢাকা যাচ্ছিল। অন্যদিকে মাইক্রোবাসটি মুন্সিবাজার হয়ে হোসেনের দোকানের সামনে দিয়ে রেল ক্রসিং পার হচ্ছিল। এসময় যাত্রীবাহী মাইক্রোবাসটি রেল ক্রসিংয়ে ওঠা মাত্রই দ্রুতগামী ট্রেনের ধাক্কায় ছিটকে রাস্তা থেকে পূর্ব পাশের খাদে পড়ে যায়। এতে মাইক্রোবাসটির গ্যাস সিলিন্ডারে আগুন ধরে যায়। ঘটনাস্থলেই...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর