কুমিল্লার লালমাই উপজেলার বাকই উত্তর ইউনিয়নের হরিশ্চর পশ্চিম পাড়ায় যৌথবাহিনীর অভিযান চালিয়ে ৫ জন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। গ্রেপ্তাররা হলেন, বাগমারা দক্ষিণ ইউনিয়নের পশ্চিম অশ্বথতলা গ্রামের বাসিন্দা রাসেল মামুন (৩২), তার ভাই তুহিন হোসেন (২৯), নাগরীপাড়া গ্রামের জোবায়ের (২৫), হারেজ মিয়ার ছেলে ইয়াকুব হোসাইন (২০) এবং আমিনুল ইসলামের ছেলে রায়হান (২৬)। তাদের মধ্যে রাসেল মামুন নিজেকে বাগমারা দক্ষিণ ইউনিয়ন যুবদলের প্রস্তাবিত কমিটির সদস্যসচিব হিসেবে পরিচিতি দিয়েছে এবং এলাকায় পোস্টার ও ব্যানার সাঁটিয়েছে। অন্যদিকে, ইয়াকুব হোসাইনও বাগমারা দক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের প্রস্তাবিত কমিটির সদস্যসচিব পরিচয় দিয়ে পোস্টারিং করেছে। তবে, এ বিষয়ে স্থানীয় যুবদল ও ছাত্রদলের নেতাদের কাছ থেকে কোনো...
লালমাইয়ে ডাকাতি: গ্রেপ্তারদের একজন যুবদল, আরেকজন ছাত্রদলকর্মী
অনলাইন ডেস্ক

শিক্ষার্থীকে ধর্ষণ: আদালতে তোলার সময় শিক্ষককে গণপিটুনি
ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীকে শ্লীলতাহানি ও ধর্ষণের অভিযোগে আটক শিক্ষক মোজাম্মেল হক মানিককে আদালতে তোলার সময় গণপিটুনির ঘটনা ঘটেছে। রোববার (৯ মার্চ) সকালে জেলা পুলিশ আটক ওই শিক্ষক মানিককে আদালতে তুলতে গেলে আদালত প্রাঙ্গনে ছাত্র-জনতার মুখোমুখি হয় শিক্ষক মানিক। এসময় তাকে মারপিটের ঘটনা ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ধর্ষক মানিককে পুনরায় কোর্ট হাজতে প্রেরণ করেন। পরে শহর চৌরাস্তা মোড়ে ধর্ষক মানিকের ফাঁসির দাবিতে প্রতিবাদ সভা করেন জেলার সর্বস্তরের মানুষ। প্রতিবাদ সভায় বিভিন্ন স্কুল কলেজে ও স্থানীয়রা অংশ নেয়। পরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা জর্জ কোর্ট চত্বরে এসে অবস্থান নেয়। এসময় ধর্ষকের ফাঁসির দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। আরও পড়ুন ঠাকুরগাঁওয়ে স্কুল শিক্ষার্থীকে...
বৈষম্যবিরোধী নেতা নাহিদের বিরুদ্ধে মামলা
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগরের সদ্য অব্যাহতি পাওয়া মুখপাত্র নাহিদ হাসান খন্দকারের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে মামলা হয়েছে। রোববার (৯ মার্চ) দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা গঙ্গাচড়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) দুলাল চন্দ্র অধিকারী মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন। জানা যায়, গত শুক্রবার (০৭ মার্চ) রংপুরের গঙ্গাচড়া থানাধীন গ্রীন সিটি ইকো পার্কের ব্যবস্থাপনা পরিচালক আতিকুল ইসলাম ভূঁইয়া বাদী হয়ে মামলা দায়ের করেছেন। নাহিদ হাসান খন্দকারের নাম উল্লেখসহ ৮ থেকে ১০ জন অজ্ঞাত আসামি করা হয়েছে। মামলায় নগদ এক লাখ টাকা ও প্রতিদিন ২০ হাজার টাকা করে চাঁদা দাবির অভিযোগ আনা হয়েছে। আতিকুল ইসলাম ভূঁইয়া বলেন, গঙ্গাচড়া থানাধীন খলেয়া ইউনিয়নে তার এক বোনসহ গ্রীন সিটি ইকো পার্ক নির্মাণের কাজ শুরু করেন। এতে পুকুর থেকে বালু উত্তোলনের প্রয়োজন দেখা দেয়।...
চুয়াডাঙ্গায় বিএনপি নেতা হত্যায় গ্রেপ্তার ৩
চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় টিসিবি ও ভিজিএফ ভাগাভাগিকে কেন্দ্র করে বিএনপি নেতা রফিকুল ইসলামকে (৪৮) কুপিয়ে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহতের স্ত্রী নাহিদা খাতুন মুক্তির দায়ের করা মামলায় আজ রোববার পৃথক তিনটি স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় হত্যার কাজে ব্যবহৃত একটি চাইনিজ কুড়াল ও তিনটি হাসুয়া উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, সদর উপজেলার হুলিয়ামারী গ্রামের মৃত শরিফ উদ্দিনের ছেলে তসলিমুজ্জামান সাগর মেম্বর (৪৩), গিরিসনগর গ্রামের আব্দুল খালেক ত্রিপুরার ছেলে বিল্লাল হোসেন মোল্লা (৫০) ও একই গ্রামের মৃত সাহেব আলীর ছেলে আছের উদ্দিন মান্দার (৪২)। প্রসঙ্গত, শনিবার বেলা ১১টার দিকে সদর উপজেলার তিতুদহ গ্রামে টিসিবি ও ভিজিএফ ভাগাভাগিকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে মারামারি হয়। এতে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই মারা যান...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর