ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান রেজাউল করিম মল্লিককে পদ থেকে সরিয়ে ডিএমপির সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। শনিবার (১২ এপ্রিল) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। ডিএমপির ওই আদেশে উল্লেখ করা হয়, প্রশাসনিক স্বার্থে রেজাউল করিম মল্লিককে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সদরে পদায়ন করা হলো, এবং এটি অবিলম্বে কার্যকর হবে। রেজাউল করিম মল্লিক গত বছরের ১ সেপ্টেম্বর ডিএমপির ডিবির প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তার আগে তিনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেন। তিনি ১৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা এবং ১৯৯৮ সালে বাংলাদেশ পুলিশে যোগ দেন।...
ডিবিপ্রধানের দায়িত্ব থেকে সরানো হলো রেজাউল করিম মল্লিককে
নিজস্ব প্রতিবেদক

মাগুরার সেই শিশুর মামলার চার্জশিট প্রস্তুত, আদালতে দাখিল আজ
নিজস্ব প্রতিবেদক

ধর্ষণের পর হত্যার শিকার মাগুরার শিশু আছিয়ার মামলার চার্জশিট প্রস্তুত হয়েছে বলে জানালেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আজকেই আদালতে চার্জশিট দাখিল হবে বলে জানান তিনি। রোববার (১৩ এপ্রিল) সমসাময়িক ইস্যুতে সংবাদ সম্মেলনে এসব বলেন আইন উপদেষ্টা। তিনি বলেন, শিশু আছিয়ার এই বিচার অতি দ্রুত সময়ে শেষ করা হবে। মডেল মেঘনা আলমকে গ্রেপ্তারের বিষয়ে কিছু সুনির্দিষ্ট অভিযোগ আছে বলে জানান আইন উপদেষ্টা। তবে তাকে যে প্রক্রিয়ায় গ্রেপ্তার করা হয়েছে সেটা ঠিক হয়নি বলে অভিমত তার। তিনি জানান, মেঘনার বিষয় নিয়ে কাজ করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। news24bd.tv/FA
মেঘনা আলমকে গ্রেপ্তারের বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ আছে: আইন উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক

মডেল মেঘনা আলমকে গ্রেপ্তারের বিষয়ে কিছু সুনির্দিষ্ট অভিযোগ আছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তবে তাকে যে প্রক্রিয়ায় গ্রেপ্তার করা হয়েছে সেটা ঠিক হয়নি বলে অভিমত তার। তিনি জানান, মেঘনার বিষয় নিয়ে কাজ করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রোববার (১৩ এপ্রিল) সমসাময়িক ইস্যুতে সংবাদ সম্মেলনে এসব বলেন আইন উপদেষ্টা। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক থেকে ৮৮ মিলিয়ন ডলার চুরি হয়েছে। সেজন্য একটা রিভিউ কমিটি করা হয়েছে। যেখানে তিনি (আইন উপদেষ্টা) রয়েছেন। চুরি যাওয়া ৬৬ মিলিয়ন ডলার উদ্ধার হয়েছে। বাকিটাও উদ্ধারের চেষ্টা চলছে। উপদেষ্টা বলেন, মূলত ২ বিলিয়ন ডলার চুরির পরিকল্পনা ছিল। আসলে বাংলাদেশকে বিপদে ফেলার পরিকল্পনা ছিল তাদের। যারা এর সাথে জড়িত ছিল তাদেরকে বিচারের আওতায় আনা হবে। টাকা চুরির ঘটনায় সঠিক আইনগত বিষয় খতিয়ে দেখতে ডক্টর কামাল হোসেন কাজ করবেন। আগামী তিন...
দলমত নির্বিশেষে আমরা এক পরিবারের সদস্য: প্রধান উপদেষ্টা
অনলাইন ডেস্ক

দলমত নির্বিশেষে সবাইকে নিজেদের মতো করে বাংলা বর্ষবরণ উদযাপন করার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সনকারের প্রধান উপদেষ্টাঅধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ রোববার (১৩ এপ্রিল) সকালে রাজধানীর মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে সম্প্রীতি ভবন উদ্বোধন করে এ কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, নানা মত-ধর্ম-রীতিনীতির মধ্যে আমরা সবাই এক পরিবারের সদস্য। এদেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড় ও সমতলের বিভিন্ন সম্প্রদায় ও জনগোষ্ঠী- সবমিলিয়ে এদেশের মানুষের বিচিত্র ভাষা-সংস্কৃতি-ঐতিহ্য। এসময় উপস্থিত ছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানসহ বৌদ্ধ সম্প্রদায়ের নেতারা। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টাকে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়। সংক্ষিপ্ত আলোচনা পর্বে সেনাপ্রধান বলেন, সবাই মিলে শান্তিতে বসবাসের জন্য সব কিছু করবে সেনাবাহিনী। পার্বত্য অঞ্চলে...