মাদারীপুরের কালকিনি উপজেলার সিডিখান ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ডিমচর গ্রামের বাসিন্দা মফিজ সরদারের ছেলে ইউনুস সরদারের (৫০) হাত কেটে নিয়ে গেছে সন্ত্রাসীরা। ঘটনাটি ঘটেছে শুক্রবার (৪ এপ্রিল) ভোরে। পরে তাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন চিকিৎসক। স্থানীয়রা সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে সন্ত্রাসীরা অতর্কিত হামলা করে ইউনুস সরদারের ঘরে প্রবেশ করে। এ সময় বাড়ি ঘর লুটপাট করে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে ইউনুসকে গুরুতর জখম করে। একপর্যায়ে তার হাত বিচ্ছিন্ন করে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এসময় বাধা দিতে এলে ইউনুসের স্ত্রীকেও পিটিয়ে জখম করে। স্বামী-স্ত্রীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে পালিয়ে যায় হামলাকারীরা। পরে ইউনুসকে উদ্ধার করে প্রথমে গৌরনদী...
কৃষকের হাত কেটে নিলো সন্ত্রাসীরা
মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে আগুনে পুড়ে ছাই ১৯ দোকান
অনলাইন ডেস্ক

মাদারীপুরের প্রধান বাণিজ্যিক কেন্দ্র পুরান বাজারে আগুন লেগে ১৯টি দোকান পুড়ে গেছে। বৃহস্পতিবার (৩ এপ্রিল) রাত সাড়ে ৩টার দিকে ঘটে এ ঘটনা। এতে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। ফায়ার সার্ভিস ও ব্যবসায়ী সূত্রে জানা যায়, শহরের পুরান বাজারে রাত সাড়ে ৩টার দিকে সৌরভ হার্ডওয়্যারের দোকান থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। পরে চারদিক ছড়িয়ে পড়ে আগুন। খবর পেয়ে মাদারীপুর, কালকিনি ও টেকেরহাট ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় সাড়ে তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই কাপড়, গার্মেন্টস, কসমেটিকস, সেনেটারিসহ ১৯টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। বিসমিল্লাহ কসমেটিকসের মালিক মো. স্বপন বলেন, আমার দোকানে বিভিন্ন ধরনের কসমেটিকস ও চায়না ব্যাগ ছিল। সব পুড়ে ছাই হয়ে গেছে। এতে আমার ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমি একেবারে নিঃস্ব হয়ে গেছি। চায়না ব্যাগ...
শুকনো হাওরেও পর্যটকদের উপচে-পড়া ভিড়
নিজস্ব প্রতিবেদক

ভ্রমণপিপাসুদের কাছে সৌন্দর্যের এক লীলাভূমি কিশোরগঞ্জের হাওর। প্রতিবছর ঈদের ছুটিতে থৈ থৈ জলরাশি উপভোগ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে ছুটে আসেন মানুষ। তবে এবার হাওরের দৃশ্যপট পুরোই ভিন্ন। এখন শুকনো মৌসুম, হাওর মানে মাইলের পর মাইল ফসলি জমি, সাবমার্সিবল ও অলওয়েদার সড়ক ও রূপালি নদী। যদিও হাওরের বুকে পানি না থাকলেও অলওয়েদার সড়কজুড়ে ঈদের দিন থেকে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। এবারের ঈদের ছুটি যেন দর্শনার্থীদের আরও বেশি হাওরপ্রেমী করে তুলেছে। মানুষজন দল বেঁধে ছুটছেন হাওরের বিভিন্ন মনোরম স্থানে। জেলার নিকলী, বালিখলা, ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম অলওয়েদার সড়কের জিরো পয়েন্ট ও ব্রিজগুলোতে এখন ভ্রমণপিপাসুদের কলরব। তাদের বাঁধভাঙা ঢল আর উচ্ছ্বাসে মাতোয়ারা হাওর যেন পরিণত হয়েছে পর্যটনের এক স্বর্গপুরীতে। পানি না থাকলেও ঈদের দিন থেকে প্রতিদিনই হাজার...
যশোরে বাসের ধাক্কায় এক পরিবারের ৪ জন হতাহত
যশোর প্রতিনিধি:

যশোর শহরতলীর পুলেরহাট বাজারে বৃহস্পতিবার বিকেলে বাসের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী পিতা ও কন্যা নিহত ও মা ও অপর মেয়েসহ তিন জন আহত হয়েছেন। এসময় স্থানীয় জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেন। নিহতরা হচ্ছেন- খুলনার মজগুন্নীর রুবেল (৩৪) ও তার মেয়ে ঐশী (১০)। আহত হয়েছেন নিহত রুবেলের স্ত্রী জেসমিন (২৮) ও সাড়ে চার বছরের অপর মেয়ে সায়েবা এবং পথচারী কৃষ্ণবাটি গ্রামের ওসমান (১৯)। আহত জেসমিন জানান, তার পিতার বাড়ি শার্শার বহিলাপোতা থেকে স্বামীর বাড়ি খুলনার মজগুন্নী যাওয়ায় পথে যশোর-বেনাপোল সড়কের পুলেরহাট বাজারে এ দুর্ঘটনা ঘটে। ঈদের ছুটিতে তারা বহিলাপোতায় গিয়েছিলেন। যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হাসান স্থানীয়দের বরাতে জানান, বিকেল সোয়া ৫টার দিকে বেনাপোলগামী একটি বাস বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেল থেকে পড়ে ১০ বছরের...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর