বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনসহ ১১ জনের পরিচালক পদ বাতিল হয়েছে। গঠনতন্ত্র অনুযায়ী বিনা নোটিশে পর পর তিনটি বোর্ড সভায় অনুপস্থিত থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) নতুন সভাপতি ফারুক আহমেদের অধীনে বিসিবির পঞ্চম বোর্ড সভায় তাদের সদস্যপদ বাতিল করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গঠনতন্ত্র অনুযায়ী টানা তিন বা ততোধিক বোর্ড সভায় অনুপস্থিত থাকার কারণে তাদের পরিচালক পদ শূন্য হয়ে গেছে। নাজমুল হাসান ছাড়াও এই তালিকায় আছেন মঞ্জুর কাদের, আ জ ম নাছির উদ্দিন, শেখ সোহেল, অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম, শফিউল আলম চৌধুরী নাদেল, ইসমাইল হায়দার মল্লিক, তানভীর আহমেদ (টিটু), ওবায়েদ রশিদ নিজাম, গাজী গোলাম মোর্তজা ও নাজিব আহমেদ।
এ ছাড়া এ দিনের বোর্ড সভায় আরও তিন পরিচালক নাঈমুর রহমান, এনায়েত হোসেন সিরাজ ও খালেদ মাহমুদের পদত্যাগপত্র আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়েছে।
এদিকে বরিশাল বিভাগীয় ক্রীড়া সংস্থার আলমগীর হোসেন আলো মারা যাওয়ায় আরও একটি পদ শূন্য হয়েছে। সব মিলিয়ে ১৫টি পরিচালক পদ শূন্য হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে কার্যনির্বাহী কমিটি নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।