তীব্র গরমেও চারিদিকে বাড়ছে মশার উপদ্রব। আর এই মশাগুলো জন্ম নিচ্ছে অপরিচ্ছন্ন পরিবেশ আর জমে থাকা আবর্জনা থেকে। চন্দনাইশের শহীদ মিনার এলাকাসহ অনেকটা জুড়ে রয়েছে ময়লা ও আবর্জনায় ভরপুর। সম্প্রতি এই স্থানটি পরিচ্ছনতার ভার নেয় বসুন্ধরা শুভসংঘ চন্দনাইশ উপজেলা শাখা। এসময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘের শুভার্থী মো. মারুফ, মো: এসপি সাকিব, মো. আরিফ, মো. শওকত উদ্দীন, মো. চৌধুরী সাইফুল, সুজন পাল, মো. ইমন, মো. ফরহাদ রাফি প্রমুখ। বসুন্ধরা শুভসংঘ চন্দনাইশ শাখার উপদেষ্টা জয় নাথ বলেন, শুভসংঘের এই ধরনের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। নতুন প্রজন্ম এক পরিচ্ছন্ন বাংলাদেশ গড়বে আমাদের প্রত্যাশা এইটুকুই। আশা করি শুভসংঘ পরবর্তী সময়ে তাদের এই ভালো কাজের ধারা অব্যাহত রাখবে। একে একে শুভসংঘ বন্ধুরা চন্দনাইশের বাজার এলাকা, বিদ্যালয় চত্বর সহ নানা জায়গায় তাদের এই পরিচ্ছন্নতা...
চন্দনাইশে বসুন্ধরা শুভসংঘের পরিচ্ছন্নতা অভিযান
চট্টগ্রাম প্রতিনিধি

প্রচণ্ড গরমে তৃষ্ণার্ত শ্রমিকদের শরবত পান করাল বসুন্ধরা শুভসংঘ
অনলাইন ডেস্ক

প্রচণ্ড গরমে স্বস্তি যোগাতে নওগাঁর বদলগাছী উপজেলা শাখা বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে প্রায় ৩ শতাধীক তৃষ্ণার্ত রিকশা-ভ্যান চালক ও পথচারী নারী-পুরুষের মাঝে শরবত পান করানো হয়েছে। ১০/১২ দিন ধরে প্রচণ্ড গরমে খেটে খাওয়া কর্মজীবী মানুষের জীবনযাত্রা ব্যাহত হয়ে পড়ে। তাপমাত্রা বেড়ে যাওয়ায় শুভসংঘ শরবত পানের আয়োজন করে। এতে রিকশা-ভ্যান চালকসহ পথচারীর মাঝে স্বস্তি ফিরে আসে। রোববার সকাল ১১টায় উপজেলা চারমাথা মোড়ে আয়োজিত অনুষ্ঠানে শুভসংঘের সভাপতি অধ্যক্ষ গোলাম কিবরিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি। বিশেষ অতিথি ছিলেন থানার অফিসার ইনচার্জ মো. শাহ্জাহান আলী, সহকারী অধ্যক্ষ ছাইদুর রহমান, প্রভাষক মো. মমিনুর রহমান, গ্রামীণ ব্যাংক ম্যানেজার আব্দুল মোমিন, বাসস্ট্যান্ড বণিক সমিতির সাবেক সেক্রেটারি বিভাষ...
গাছের ছায়ায় পাঠের আসর: কুবি বসুন্ধরা শুভসংঘের অনন্য উদ্যোগ
কুবি প্রতিনিধি

শান্ত পরিবেশ, গাছের ছায়া, বইয়ের পাতা ও মনোযোগী পাঠক এমন চিত্রে মুখর ছিল কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। বসুন্ধরা শুভসংঘ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে আয়োজন করা হয় ব্যতিক্রমধর্মী এক পাঠের আসর। আজ রোববার (২৭ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের পাশে এক মনোরম পরিবেশে এই পাঠের আসরের আয়োজন করা হয়। এই আয়োজনে পাঠ করা হয় দেশের খ্যাতিমান কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের লেখা প্রখ্যাত উপন্যাস চর কাজলির মানুষ। বইটি পাঠ শেষে অংশগ্রহণকারীরা এর ভাষা, প্রেক্ষাপট, চরিত্র ও সমাজচিত্র নিয়ে আলোচনা করেন। সাহিত্য নিয়ে ভাবনার পাশাপাশি উঠে আসে মানবিকতা, গ্রামীণ জীবনের সংগ্রাম ও প্রেম-ভালোবাসার মতো আবেগঘন বিষয়। পাঠের আসরের প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একমাত্র সাহিত্যবিষয়ক সংগঠন চিত্তনামার সভাপতি মারুফ শেখ। তিনি বলেন,...
ফেনীতে বসুন্ধরা শুভসংঘের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
ফেনী প্রতিনিধি

ফেনীতে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় ফেনী শহরতলী সালাউদ্দিন রোড সংলগ্ন স্পোর্টস এরিনা স্টেডিয়ামে এই প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হয়। খেলায় অংশগ্রহণ করে বসুন্ধরা শুভসংঘ ফেনী সদর কমিটি ও ফেনী কলেজ কমিটি। খেলাটি উদ্বোধন করেন- সাংবাদিক ইউনিয়ন ফেনীর সভাপতি সিদ্দিক আল মামুন। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, দেশের তরুণ প্রজন্ম শিক্ষা ও জ্ঞান আহরণে উদ্যমী হওয়ার কথা থাকলেও তাদের অনেকেই জড়িয়ে পড়ছে ভয়ংকর মাদকদ্রব্য সেবনসহ বিভিন্ন ঘৃণ্য অপরাধে, যা খুবই দুঃখজনক। তরুণ প্রজন্ম এবং যুব সমাজকে মাদকাসক্তি ও সামাজিক যোগাযোগ মাধ্যমের আসক্তি থেকে দুরে রাখতে হলে খেলাধুলায় আকৃষ্ট করতে হবে। বসুন্ধরা শুভসংঘ আয়োজিত খেলাটি পরিচালনা করেন- ফেনী জেলা শাখার সভাপতি জসিম উদ্দিন ফরায়েজী। এ সময় অন্যান্যদের...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর