রাজশাহীতে আওয়ামী লীগের এক নেতাকে পুলিশে ধরিয়ে দেওয়ার চেষ্টাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (৭ মার্চ) সন্ধ্যায় শুরু হওয়া সংঘর্ষ রাত ১১টা পর্যন্ত চলে, যেখানে অন্তত চারজন আহত হন। সংঘর্ষ চলাকালে কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয় এবং তিনটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানিয়েছেন রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন। তিনি জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং যৌথবাহিনীর টহল বাড়ানো হয়েছে। আহতদের মধ্যে রয়েছেন মহানগর মহিলা দলের ক্রীড়া সম্পাদক লাভলী খাতুন, তার আড়াই বছর বয়সী মেয়ে লামিয়া, পুলিশের সিটিএসবি সদস্য তোফাজ্জল হোসেন ও রেল কর্মচারী মো. রনি। তারা সবাই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয়...
আওয়ামী লীগ নেতাকে ধরিয়ে দিতে রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৪
অনলাইন ডেস্ক

সিলেটে বাস-অটোরিকশা সংঘর্ষে দুইজন নিহত
অনলাইন ডেস্ক

সিলেট সদর উপজেলার বলাউড়া এলাকায় বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। শুক্রবার (৭ মার্চ) রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ। নিহতরা হলেন বলাউড়া বাজার এলাকার কসরপুর গ্রামের রুহেল আহমেদ (১৮) ও আব্দুল মালেক। স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, সিলেটগামী মামুন পরিবহনের একটি বাসের সঙ্গে একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে অটোরিকশার যাত্রী রুহেল ও মালেক গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ওসি আরও জানান, মরদেহ দুটি হাসপাতালে রাখা হয়েছে এবং এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।...
১৭ বছরেও হয়নি সাংবাদিক জামাল উদ্দীনের হত্যাকাণ্ডের বিচার
ফাতেমা জান্নাত মুমু, রাঙামাটি

রাঙামাটির সাংবাদিক মো. জামাল উদ্দীনের ১৭তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে। আজ শুক্রবার (৭ মার্চ) রাঙামাটি বনরূপা কবরস্থানে জামাল উদ্দীনের আত্মার মাগফিরাত কামনাতে কবর জিয়ারত, বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এছাড়া রাঙামাটি বিভিন্ন এতিমখানায় দোয়া ও মিলাদ খাবারের আয়োজন করে তার পরিবার। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০০৭ সালে ৬ মার্চ রাঙামাটির তরুণ সাংবাদিক মো. জামাল উদ্দীনকে অপহরণের পর হত্যা করে জঙ্গলে ফেলে যায় অজ্ঞাত সন্ত্রাসীরা। তার একদিন পর অর্থাৎ ৭ মার্চ রাঙামাটি পর্যটন কমপ্লেক্সের বিপরীতে হেডম্যান পাহাড়ের জঙ্গল থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্ত ও পুলিশের সুরতহালেও জামালকে আঘাতের মাধ্যমে হত্যা করা হয়েছে বলে প্রতিবেদন দেওয়া হয়। কিন্তু অদৃশ্য কারণে তার হত্যাকারীকে এখনো পুলিশ আইনের আওতায় আনতে পারেনি। এ ব্যাপারে সাংবাদিক মো....
লাইফ সাপোর্টে সেই শিশু
নিজস্ব প্রতিবেদক

মাগুরার ধর্ষণের শিকার ৮ বছর বয়সী সেই শিশুকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। শুক্রবার রাতে এ তথ্য জানান শিশুটির মামা ইউসুফ বিশ্বাস। তিনি বলেন, শিশুটিকে রাতে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। জানা যায়, বোনের বাড়িতে বেড়াতে এসে ধর্ষণের শিকার হয় ওই শিশু। এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি থানায়। এদিকে এ ঘটনায় শিশুটির দুলাভাই এবং তার বাবাকে আটক করেছে পুলিশ। মাগুরা সদর থানার ওসি আইয়ুব আলী জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। শিশুটির স্বজনরা ঢাকায় থাকায় এখনো মামলা হয়নি।এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান। এর আগে শিশুটি মাগুরার শ্রীপুর উপজেলায় বোনের বাড়িতে বেড়াতে আসে। গতকাল বৃহস্পতিবার দুপুরে সে অচেতন হয়ে পড়লে বোনের শাশুড়ি তাকে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যায়। অবস্থার উন্নতি না হওয়ায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মাগুরা হাসপাতালের চিকিৎসকেরা...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর